Sneeze: কাজে বেরোনোর আগে হাঁচি? শুভ না অশুভ? জেনে নিন হাঁচির ফল ও ঝটপট হাঁচি বন্ধের টিপস!

Last Updated:
Sneeze: যখন তখন হাঁচি? জানেন কী সব হাঁচি অশুভ নয়। কিছু হাঁচির আছে শুভ ফলও! সেই সঙ্গে জানুন ঝটপট হাঁচি কমানোর উপায়!
1/6
কাজে বেরোনোর সময় হাঁচি এলে তাকে অশুভ বলে মনে করা হয়। বলা হয় হাঁচি হলে একটু বসে ফের কাজে যেতে। এবার জেনে নেব এই হাঁচির শুভ ও অশুভ কাজের কথা। photo source collected
কাজে বেরোনোর সময় হাঁচি এলে তাকে অশুভ বলে মনে করা হয়। বলা হয় হাঁচি হলে একটু বসে ফের কাজে যেতে। এবার জেনে নেব এই হাঁচির শুভ ও অশুভ কাজের কথা। photo source collected
advertisement
2/6
প্রাচীন কাল থেকেই আমাদের দেশে হাঁচিকে অশুভ বলে মনে করা হয়। অনেকে মনে করে থাকেন হাঁচি দেওয়ার অর্থ আমাদের নাকের মধ্যে দিয়ে কোনও আত্মার শরীরে প্রবেশ করা অথবা শরীর থেকে নির্গত হওয়া। কোথাও যাওয়ার আগে নিজে হাঁচি দেওয়ার পাশাপাশি অন্য কেউ হাঁচলেও তা অশুভ বলে মনে করা হয়। কিন্তু এর কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই। সবটাই প্রচলিত মত।photo source collected
প্রাচীন কাল থেকেই আমাদের দেশে হাঁচিকে অশুভ বলে মনে করা হয়। অনেকে মনে করে থাকেন হাঁচি দেওয়ার অর্থ আমাদের নাকের মধ্যে দিয়ে কোনও আত্মার শরীরে প্রবেশ করা অথবা শরীর থেকে নির্গত হওয়া। কোথাও যাওয়ার আগে নিজে হাঁচি দেওয়ার পাশাপাশি অন্য কেউ হাঁচলেও তা অশুভ বলে মনে করা হয়। কিন্তু এর কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই। সবটাই প্রচলিত মত।photo source collected
advertisement
3/6
অনেকে মনে করেন দিনের শুরুতেই যদি পূর্ব দিক থেকে হাঁচির আওয়াজ শোনেন, তবে তা আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। আবার একই দিক থেকে দিনের পরের ভাগে হাঁচির আওয়াজ শুনলে বুঝবেন আগুনের ভয় আছে আপনার। photo source collected
অনেকে মনে করেন দিনের শুরুতেই যদি পূর্ব দিক থেকে হাঁচির আওয়াজ শোনেন, তবে তা আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। আবার একই দিক থেকে দিনের পরের ভাগে হাঁচির আওয়াজ শুনলে বুঝবেন আগুনের ভয় আছে আপনার। photo source collected
advertisement
4/6
দুপুরের পর হঠাৎ করে হাঁচি হলে জানবেন কোনও বন্ধুর সঙ্গে দেখা হবে।photo source collected
দুপুরের পর হঠাৎ করে হাঁচি হলে জানবেন কোনও বন্ধুর সঙ্গে দেখা হবে।photo source collected
advertisement
5/6
সন্ধের আগে হাঁচি হলে জানবেন জীবনে কিছু ভাল হতে চলেছে। photo source collected
সন্ধের আগে হাঁচি হলে জানবেন জীবনে কিছু ভাল হতে চলেছে। photo source collected
advertisement
6/6
আবার পুজো করতে বসে হাঁচি এলে তাকে অশুভ মনে করা হয়। যদিও এর পিছনে কোনও বৈজ্ঞানিক  যুক্তি নেই। হাঁচি সাধারণত হয় সর্দি বা অ্যালার্জির কারণেই।  তবে অনেকেই আবার অনবরত হাঁচি দিয়ে চলেন সেক্ষেত্রে হাঁচি কমাতে হলে এক চামচ মধু খেতে পারেন। কিংবা জিভ দিয়ে টাকরায় কয়েক বার ছুঁলেও হাঁচি কমে!photo source collected
আবার পুজো করতে বসে হাঁচি এলে তাকে অশুভ মনে করা হয়। যদিও এর পিছনে কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই। হাঁচি সাধারণত হয় সর্দি বা অ্যালার্জির কারণেই। তবে অনেকেই আবার অনবরত হাঁচি দিয়ে চলেন সেক্ষেত্রে হাঁচি কমাতে হলে এক চামচ মধু খেতে পারেন। কিংবা জিভ দিয়ে টাকরায় কয়েক বার ছুঁলেও হাঁচি কমে!photo source collected
advertisement
advertisement
advertisement