SnanYatra 2023: রবিবার জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথদেবের স্নানযাত্রা, জানুন কীভাবে এই পুণ্যতিথি পালিত হয় পুরীতে

Last Updated:
SnanYatra 2023: বহু প্রাচীনকাল থেকেই পুরীতে পালিত হয়ে আসছে এই রীতি। জ্যৈষ্ঠের খরতাপ প্রতিহত করতেই আয়োজিত ও উদযাপিত হয় স্নানযাত্রা। এই তিথি পরিচিত দেব স্নানযাত্রা নামেও।
1/6
রবিবার, ৪ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমা। এই পুণ্যতিথিতে পালিত হয় জগন্নাথদেবের স্নানযাত্রা। বহু প্রাচীনকাল থেকেই পুরীতে পালিত হয়ে আসছে এই রীতি। জ্যৈষ্ঠের খরতাপ প্রতিহত করতেই আয়োজিত ও উদযাপিত হয় স্নানযাত্রা। এই তিথি পরিচিত দেব স্নানযাত্রা নামেও।
রবিবার, ৪ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমা। এই পুণ্যতিথিতে পালিত হয় জগন্নাথদেবের স্নানযাত্রা। বহু প্রাচীনকাল থেকেই পুরীতে পালিত হয়ে আসছে এই রীতি। জ্যৈষ্ঠের খরতাপ প্রতিহত করতেই আয়োজিত ও উদযাপিত হয় স্নানযাত্রা। এই তিথি পরিচিত দেব স্নানযাত্রা নামেও।
advertisement
2/6
 বৈদিক মন্ত্রপাঠ, শঙ্খধ্বনি ও কীর্তনের মধ্যে পালিত হয় এই প্রাচীন রীতি। স্নান মণ্ডপে ১০৮ টি কলসের জলে স্নান করানো হয় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার। স্নানপর্বের পরে তাঁদের গজানন বা গণেশ বেশে সাজানো হয়। নিবেদন করা হয় বিশেষ ভোগ।
বৈদিক মন্ত্রপাঠ, শঙ্খধ্বনি ও কীর্তনের মধ্যে পালিত হয় এই প্রাচীন রীতি। স্নান মণ্ডপে ১০৮ টি কলসের জলে স্নান করানো হয় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার। স্নানপর্বের পরে তাঁদের গজানন বা গণেশ বেশে সাজানো হয়। নিবেদন করা হয় বিশেষ ভোগ।
advertisement
3/6
স্নানপর্বের পরে এক পক্ষকাল পুণ্যার্থীদের দর্শনের অন্তরালে চলে যান তিন বিগ্রহ। এই সময় তাঁদের দর্শন পান না ভক্তরা। এই সময়পর্বকে বলা হয় অনসর। প্রচলিত বিশ্বাস, এ সময় তিন বিগ্রহের জ্বর হয়। তাই অন্তরালে রাজবৈদ্য আয়ুর্বেদিক মতে তাঁদের শুশ্রূষা করেন।
স্নানপর্বের পরে এক পক্ষকাল পুণ্যার্থীদের দর্শনের অন্তরালে চলে যান তিন বিগ্রহ। এই সময় তাঁদের দর্শন পান না ভক্তরা। এই সময়পর্বকে বলা হয় অনসর। প্রচলিত বিশ্বাস, এ সময় তিন বিগ্রহের জ্বর হয়। তাই অন্তরালে রাজবৈদ্য আয়ুর্বেদিক মতে তাঁদের শুশ্রূষা করেন।
advertisement
4/6
এক পক্ষকাল পরে ষোলতম দিনে অসুস্থতা থেকে সুস্থ হন বিগ্রহরা। ষোলতম দিনেই পালিত হয় নেত্রোৎসব বা নব যৌবন উৎসব৷ এর পর আবার নিয়মিত দর্শনের জন্য স্বস্থানে ফিরে আসেন তিন দেবদেবী৷
এক পক্ষকাল পরে ষোলতম দিনে অসুস্থতা থেকে সুস্থ হন বিগ্রহরা। ষোলতম দিনেই পালিত হয় নেত্রোৎসব বা নব যৌবন উৎসব৷ এর পর আবার নিয়মিত দর্শনের জন্য স্বস্থানে ফিরে আসেন তিন দেবদেবী৷
advertisement
5/6
এর পর শুরু হয় রথযাত্রা প্রস্তুতি ও প্রতীক্ষা৷ আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা৷ এ বছর রথযাত্রা পালিত হবে আগামী ২০ জুন৷
এর পর শুরু হয় রথযাত্রা প্রস্তুতি ও প্রতীক্ষা৷ আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা৷ এ বছর রথযাত্রা পালিত হবে আগামী ২০ জুন৷
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement