Snake Bite Treatment: সাপ কামড়ালে কী করবেন? জীবন বাঁচানোর জন্য পাওয়া যায় মাত্র 'এতটুকু' সময়, ভুলেও এই কাজগুলি করবেন না, তাহলেই...

Last Updated:
Snake Bite Treatment: মুর্শিদাবাদ জেলার সালারে একের পর এক মানুষকে সাপের দংশন। জানা গিয়েছে, সালার এলাকায় গত ৪৮ ঘন্টায় সাপের ছোবলে অসুস্থ হয়েছেন প্রায় ৬ জন।
1/5
সাপ এমন এক প্রাণী যার নাম শুনলেই আমাদের বুক কেঁপে ওঠে। শুনলেই অনেকেই ভয় পেয়ে যান। আর যখন আমাদের সামনে এসে পরে এই প্রাণীটি তখন প্রায় অজ্ঞান হওয়ার হাল হয়ে যায় ভয়ে। মুর্শিদাবাদ জেলার সালারে একের পর এক মানুষকে সাপের দংশন। আহত অবস্থায় ভর্তি সালার ব্লক হাসপাতালে।
সাপ এমন এক প্রাণী যার নাম শুনলেই আমাদের বুক কেঁপে ওঠে। শুনলেই অনেকেই ভয় পেয়ে যান। আর যখন আমাদের সামনে এসে পরে এই প্রাণীটি তখন প্রায় অজ্ঞান হওয়ার হাল হয়ে যায় ভয়ে। মুর্শিদাবাদ জেলার সালারে একের পর এক মানুষকে সাপের দংশন। আহত অবস্থায় ভর্তি সালার ব্লক হাসপাতালে।
advertisement
2/5
যদিও এই বর্ষার সময়ে সাপের দংশন হলে কি করবেন জানাচ্ছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, সালার এলাকায় গত ৪৮ ঘন্টায় সাপের ছোবলে অসুস্থ হয়েছেন প্রায় ৬ জন। সালারের দহপাড়া থেকে শিমুলিয়া, কাগ্রাম বিভিন্ন এলাকায় সাপের দংশনে আহত হয়েছেন ছ'জন। সকলেই ভর্তি সালার ব্লক গ্রামীণ হাসপাতালে।
যদিও এই বর্ষার সময়ে সাপের দংশন হলে কি করবেন জানাচ্ছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, সালার এলাকায় গত ৪৮ ঘন্টায় সাপের ছোবলে অসুস্থ হয়েছেন প্রায় ৬ জন। সালারের দহপাড়া থেকে শিমুলিয়া, কাগ্রাম বিভিন্ন এলাকায় সাপের দংশনে আহত হয়েছেন ছ'জন। সকলেই ভর্তি সালার ব্লক গ্রামীণ হাসপাতালে।
advertisement
3/5
তবে সাপের দংশন থেকে বাঁচবেন কি করে জানালেন সালারের কর্তব্যরত চিকিৎসকেরা। চিকিৎসক নূর আলম জানিয়েছেন, প্রথমেই রোগীকে শান্ত করুন এবং জরুরি অবস্থার জন্য প্রস্তুত হোন। কামড়ের স্থানটি পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে ঢেকে দিন এবং রোগীকে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নিন।
তবে সাপের দংশন থেকে বাঁচবেন কি করে জানালেন সালারের কর্তব্যরত চিকিৎসকেরা। চিকিৎসক নূর আলম জানিয়েছেন, প্রথমেই রোগীকে শান্ত করুন এবং জরুরি অবস্থার জন্য প্রস্তুত হোন। কামড়ের স্থানটি পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে ঢেকে দিন এবং রোগীকে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নিন।
advertisement
4/5
ভারতে অনেক ধরণের সাপ আছে। কিন্তু সেই সাপের মাত্র ২০ শতাংশই বিষাক্ত। প্রায়শই, সাপ 'শুকনো কামড়' দেয়, যার অর্থ বিষহীন কামড়। কিন্তু দুর্ভাগ্যবশত যদি আপনার 'ভেজা কামড়', বা বিষাক্ত কামড় হয়, তবুও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
ভারতে অনেক ধরণের সাপ আছে। কিন্তু সেই সাপের মাত্র ২০ শতাংশই বিষাক্ত। প্রায়শই, সাপ 'শুকনো কামড়' দেয়, যার অর্থ বিষহীন কামড়। কিন্তু দুর্ভাগ্যবশত যদি আপনার 'ভেজা কামড়', বা বিষাক্ত কামড় হয়, তবুও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
advertisement
5/5
সাপে কামড়ানোর পর, একজন ব্যক্তি খুব ভয় পেয়ে যান, যার ফলে তাদের হৃদস্পন্দন বেড়ে যায় এবং বিষ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। তাই সাপে কামড়ালে শান্ত থাকুন। আপনাকে যে ধরণের সাপ কামড়েছে অথবা সাপের রঙ, দৈর্ঘ্য, ডোরাকাটা দাগ, ঘাড়ের রেখা ইত্যাদি সম্পর্কে তথ্য দিলে চিকিৎসা সহজ হয়। তাই চেষ্টা করুন এই বিষয়গুলিতে আলোকপাত করতে। (তথ্য-কৌশিক অধিকারী)
সাপে কামড়ানোর পর, একজন ব্যক্তি খুব ভয় পেয়ে যান, যার ফলে তাদের হৃদস্পন্দন বেড়ে যায় এবং বিষ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। তাই সাপে কামড়ালে শান্ত থাকুন। আপনাকে যে ধরণের সাপ কামড়েছে অথবা সাপের রঙ, দৈর্ঘ্য, ডোরাকাটা দাগ, ঘাড়ের রেখা ইত্যাদি সম্পর্কে তথ্য দিলে চিকিৎসা সহজ হয়। তাই চেষ্টা করুন এই বিষয়গুলিতে আলোকপাত করতে। (তথ্য-কৌশিক অধিকারী)
advertisement
advertisement
advertisement