Snake Bite: সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে জল দিয়ে ছোট্ট কাজেই বাঁচবে প্রাণ! এই ‘ভুল’ করলেই শরীরে বিষ ছড়িয়ে হবে মৃত্যু!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
SnakeBite Golden Rules:সাপে কামড়ালে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সকলে৷ ভয়ে দিশেহারা হয়ে যান৷ অনেকেই ভুল করে বসেন৷ তাতে বিপদ বেড়ে যায় অনেকটাই৷ সাপে কামড়ানোর পর কিছু সোনালি নিয়ম আছে৷ কী করবেন, কী করবেন না জেনে নিন৷
বর্ষাকালে বেড়ে যায় সাপের উপদ্রব৷ গ্রামে তো বটেই৷ শহরাঞ্চলেও অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় বেড়ে যায় সাপের আসা যাওয়া৷ সর্প দংশনে আহত হওয়ার ঘটনা বেড়ে যায়৷ সাপে কামড়ালে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সকলে৷ ভয়ে দিশেহারা হয়ে যান৷ অনেকেই ভুল করে বসেন৷ তাতে বিপদ বেড়ে যায় অনেকটাই৷ সাপে কামড়ানোর পর কিছু সোনালি নিয়ম আছে৷ কী করবেন, কী করবেন না জেনে নিন৷ বলছেন চিকিৎসক খালিদ আঞ্জুম৷
advertisement
যদি আপনার পরিবার, পাড়া, আত্মীয়স্বজনের কাউকে বিষাক্ত সাপে কামড়ায়, তাহলে প্রথমে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। যদি হাসপাতালে পৌঁছাতে দেরি হয়, তাহলে সাপ কামড়ানোর জায়গায় জল ছিটিয়ে দিন, যাতে বিষ বের হয়। আক্রান্ত ব্যক্তিকে সান্ত্বনা দিয়ে শান্ত রাখার চেষ্টা করুন। যাতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, অন্যথায় বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে শুরু করবে।
advertisement
যদি সাপ হাতে কামড়ে থাকে, তাহলে হাতটি এমনভাবে বাঁকানো এবং ঝুলিয়ে রাখুন যেন এটি ভেঙে গেছে। রোগীর ডান পা বাঁকিয়ে বাঁ দিকে শুইয়ে দিন। যত তাড়াতাড়ি সম্ভব সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে অ্যান্টি-ভেনম ইনজেকশন দেওয়ার চেষ্টা করা উচিত। আক্রান্ত ব্যক্তিকে ভয় পেতে দেবেন না, রোগীকে আশ্বস্ত করুন যে ওষুধ দেওয়ার পর তিনি সুস্থ হয়ে যাবেন। সাপের কামড়ায় আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাছের হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
advertisement
কামড়ানো জায়গাটি কোনওভাবেই কাটবেন না, চুষবেন না বা চাপ দেবেন না। যে কোনও পরিস্থিতিতে যেখানে সাপের কামড় হয়েছে, সেখানে কামড় দেবেন না, কামড়ানোর ফলে বিষ ছড়িয়ে পড়ে। আর মুখ দিয়ে বিষ টেনে নেবেন না, প্রায়ই সাপের কামড়ের পর মানুষ ভয় পেয়ে যায়। আতঙ্কিত হবেন না, আতঙ্কের কারণে কার্ডিয়াক অ্যারেস্টের ফলে মৃত্যুও হতে পারে।
advertisement
আক্রান্ত ব্যক্তিকে ঘুমাতে দেবেন না এমনকি দাঁড়াতেও দেবেন না। সাপের কামড়ের ক্ষেত্রে যাদুকরের কাছে যাওয়া এড়িয়ে চলুন। এমন ক্ষেত্রে, যদি দেরি হয়, তাহলে বিষ শরীরে ছড়িয়ে পড়ে। এতে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)