Sleep: শরীরে কোন 'জিনিসের' অভাবে 'ঘুম' আসে না বলুন তো? সতর্ক হন! নইলেই...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Sleep: আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ জ্ঞানের এমন কিছু প্রশ্ন ও উত্তর জীবনে সুস্থ থাকতে যা জানা খুবই জরুরি। শুধু তাই নয়, এই প্রশ্নোত্তরগুলি বেশ অদ্ভুত ও অবাক করা। তাই এই প্রশ্নের উত্তর দেওয়া আপনার পক্ষে খুব সহজ হবে না।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রশ্ন - দুধ পান করলে কি হার্ট অ্যাটাক হতে পারে?উত্তর- বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে আপনি যদি কোনও দিন দই খেয়ে থাকেন, তবে অন্যান্য দুগ্ধজাত পণ্য সেদিন এড়িয়ে চলুন। উচ্চ কোলেস্টেরল যুক্ত রোগীদের জন্য দুধ, দই, পনির এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য পরিমিতভাবে খাওয়া উচিত। এই পণ্যগুলির অত্যধিক ব্যবহার কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে, যা হার্ট অ্যাটাক, স্ট্রোক-সহ কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বাড়ায়।
advertisement
ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট, নয়াদিল্লি, নিউজ 18-কে ডক্টর বনিতা অরোরা জানাচ্ছেন, কারও যদি উচ্চ কোলেস্টেরলের সমস্যা থাকে, তাহলে সেই সমস্ত রোগীদের দুগ্ধজাত পণ্য অত্যধিক হারে না খাওয়াই উচিত। এতে চরম ক্ষতি হয়ে যেতে পারে৷ এই ধরনের রোগীদের জন্য পরামর্শ, তাঁরা যদি কোনওদিন দুধ খান, তাহলে সেদিন আর পনির বা দই খাবেন না। যেদিন পনির খাবেন, সেদিন আর দুধ খাবেন না।
advertisement
প্রশ্ন - বলুন তো এমন কোন জিনিস আছে যা ঠান্ডায়ও গলে যায়?উত্তর - এই উত্তরটি কিন্তু আপনাকেও বোকা বানিয়ে দিতে পারে। আপনি হয়তো আকাশ কুসুম ভেবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না উত্তর কী হতে পারে এই প্রশ্নের। অথচ জানলে ওই আকাশ থেকেই সটান মাটিতে পড়বেন। আসলে সেই জিনিসটি হল মোমবাতি, যা সবসময় গলে যায়, ঋতু যাই হোক না কেন।
advertisement
advertisement
প্রশ্ন - বলুন তো কোন পশুর দুধ সবচেয়ে দামে বিক্রি হয়?উত্তর -গাধার দুধ পৃথিবীর সবচেয়ে দামি। আমেরিকা ও ইউরোপে এর চাহিদা বেশি। এখানে এক লিটার গাধার দুধের দাম ১৬০ ডলার বা প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত পৌঁছতে পারে। ভারতের কিছু শহরে এর দাম প্রতি লিটার ৭ হাজার টাকা। এর অনেক স্বাস্থ্য উপকারিতার জন্য এটি উপকারী বলে মনে করা হয়।
advertisement
advertisement
advertisement
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।