চুলের যত্নে- প্রাচীন কাল থেকেই চুলের যত্নে ব্যবহার করা হয় মেহেন্দি পাতার জুড়ি নেই। এক টেবিল চামচ কফি পাউডার জলে ভাল করে ফুটিয়ে নিন তারপর পাত্রে মেহেন্দির গুঁড়ো মিশ্রণটি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবারে চুল কয়েকটি ভাগে ভাগ করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ব্যবহার করুন। তিন ঘন্টা পর ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন। সঙ্গে কন্ডিশনার ব্যবহার করতে পারেন। এতে চুলের জেল্লাও বাড়বে। ঠিক থাকবে চুলের ঘনত্বও।
পা ফাটা দূর করে- শীতকালে পা ফাটার সমস্যায় প্রায় সকলেই ভোগেন। মেহেন্দি পাতার অনেক উপকারিতার মধ্যে পা ফাটা দূর করাও একটি। যাদের পা ফাটে, তাঁরা যদি মেহেন্দি পাতা বাটা নিয়মিত পায়ে ব্যবহার করেন, তাহলে পা ফাটাও দূর হয়ে যাবে। মেহেন্দি পাতা লাগিয়ে কিছুক্ষণ রেখে গরম জলে নুন ফেলে পা ধুয়ে নিন। এতেই মিলবে সমাধান।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।