Skin Care tips : বিয়েবাড়ি যাওয়ার আগে মুখে চটজলদি ঔজ্জ্বল্য চান? নারকেল তেলের এই ৪ ফেসপ্যাকই সমাধান
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Skin Care tips : নারকেল তেলের সাহায্যে চটজলদি উজ্জ্বল ত্বক পেতে পারেন। জেনে নেওয়া যাক নারকেল তেল দিয়ে তৈরি কয়েকটি ফেসপ্যাক বানানোর পদ্ধতি।
বিয়ের মরসুম চলছে। তাই এই সময়ে সাজগোজের রমরমা থাকে চোখে পড়ার মতোই। কিন্তু সাজলেই চলবে না। ত্বক যদি মোলায়েম ও উজ্জ্বল না হয় তা হলে মেক আপ করলেও সৌন্দর্য ফুটবে না। আর ত্বক সুন্দর হলে মেক আপের ঝক্কিও কমে যায়। সুন্দর ঝকঝকে ত্বক পাওয়া মোটেই চারটি খানি কথা নয়। অনেক সময়ে হাজার রকমের বাজারি ক্রিম ফেশিয়াল কিট ব্যবহার করেও কোনও রকম ফল পাওয়া যায় না। কিন্তু জানেন কি নারকেল তেলের সাহায্যে চটজলদি উজ্জ্বল ত্বক পেতে পারেন। জেনে নেওয়া যাক নারকেল তেল দিয়ে তৈরি কয়েকটি ফেসপ্যাক বানানোর পদ্ধতি।
advertisement
advertisement
advertisement
advertisement