Skin Care Tips: তুলতুলে ত্বক পেতে বড় ভরসা, বয়স বাড়লেই ত্বক কুঁচকে যাচ্ছে? জেল্লা বাড়বে এই উপাদনে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
North Dinajpur News:১৮ র তরুণীর মতো টানটান সুন্দর ত্বক পেতে আর ক্রিম নয় বাড়িতে থাকা কফির যে কোনও একটি প্যাক চটজলদি বানিয়ে সপ্তাহে তিনদিন পুরো শরীরে লাগান।
advertisement
advertisement
বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান, কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। যা ক্ষতিকারক ফ্রি রেডিক্যালস বাড়তে দেয় না। এছাড়া কফি ত্বককে টানটান রাখতেও সাহায্য করে। সপ্তাহে তিন দিন কফির সঙ্গে মধু ও দই মিশিয়ে আপনি ত্বকে ব্যবহার করুন। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান মুখের জেলা ফেরায় ত্বক রাখে টানটান। ত্বকে বয়সের ছাপ কমায়।
advertisement
advertisement
কফি ও লেবুর ফেস মাক্স: রোদে পোড়া ত্বককেও সুন্দর করে তোলে কফি। কফির সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। ১৫ মিনিট রাখুন মুখে। তারপর ধুয়ে নিন জল দিয়ে। কফিতে থাকা পলিফেনলস ত্বককে সাহায্য করে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির সঙ্গে লড়াই করতে। তবে যে কোন ফেসমাক্স লাগানোর পরে অবশ্যই টোনার বা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। এক্ষেত্রে আপনার ত্বক সংবেদনশীল হলে ত্বকের কোন চিকিৎসা চললে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন উপাদান মুখে ব্যবহার করবেন না।
