Skin Care Tips: ত্বকের ওপেন পোরস ভরে উঠবে, মুখে আনবে গোলাপি গ্লো! ঘরের জিনিসে ঘরেই ফেশিয়াল

Last Updated:
Skin Care Tips: প্রত্যেকটি বাড়ির রান্নাঘরে অন্য কিছু না থাক, তবে এটি থাকবেই। রান্নাঘরের এই সবজি দিয়েই ত্বকের সমস্যার সুরাহা করা সম্ভব। রসের সঙ্গে মেশাতে হবে কিছু উপাদান।
1/7
প্রত্যেকটি বাড়ির রান্নাঘরে অন্য কোনও সবজি না থাক, তবে আলু থাকবেই। তরকারি থেকে ঝোল সবেতেই আলুর দেওয়া চাই। তবে আলুর আলাদা ব্যবহারও রয়েছে।
প্রত্যেকটি বাড়ির রান্নাঘরে অন্য কোনও সবজি না থাক, তবে আলু থাকবেই। তরকারি থেকে ঝোল সবেতেই আলুর দেওয়া চাই। তবে আলুর আলাদা ব্যবহারও রয়েছে।
advertisement
2/7
রূপচর্চায় অভিজ্ঞ মহিলা সোমা দাস জানান, রান্নাঘরের ওই সামান্য সবজি দিয়েই ত্বকের যাবতীয় সমস্যার সুরাহা করা সম্ভব। তবে শুধু আলু নয়, সঙ্গে মেশাতে হবে কিছু উপাদান।
রূপচর্চায় অভিজ্ঞ মহিলা সোমা দাস জানান, রান্নাঘরের ওই সামান্য সবজি দিয়েই ত্বকের যাবতীয় সমস্যার সুরাহা করা সম্ভব। তবে শুধু আলু নয়, সঙ্গে মেশাতে হবে কিছু উপাদান।
advertisement
3/7
ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। তাহলে আলুর রসের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিয়ে ব্যবহার করতে হবে। ত্বকের জেল্লা ফেরানোর পাশাপাশি আর্দ্রতা বজায় থাকবে।
ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। তাহলে আলুর রসের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিয়ে ব্যবহার করতে হবে। ত্বকের জেল্লা ফেরানোর পাশাপাশি আর্দ্রতা বজায় থাকবে।
advertisement
4/7
ছোট একটি পাত্রে এক টেবিল চামচ আলুর রস এবং কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে মুখে মাখুন। তৈলাক্ত ত্বকের ও ব্রণর দাগছোপ দূর করতে সাহায্য করে।
ছোট একটি পাত্রে এক টেবিল চামচ আলুর রস এবং কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে মুখে মাখুন। তৈলাক্ত ত্বকের ও ব্রণর দাগছোপ দূর করতে সাহায্য করে।
advertisement
5/7
ত্বক যদি স্পর্শকাতর হয়। তাহলে আলুর রসের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নেওয়া ভাল। অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর এই মাস্ক ত্বকের প্রদাহ সমস্যা দূর করে।
ত্বক যদি স্পর্শকাতর হয়। তাহলে আলুর রসের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নেওয়া ভাল। অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর এই মাস্ক ত্বকের প্রদাহ সমস্যা দূর করে।
advertisement
6/7
ত্বকের তারুণ্য ধরে রাখতে চাইলে আলুর রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে কাঁচা হলুদের রস। মেচেতা, কালচে ছোপ, বলিরেখার সমস্যা সহজে দূর করে দেয় এই মিশ্রণ।
ত্বকের তারুণ্য ধরে রাখতে চাইলে আলুর রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে কাঁচা হলুদের রস। মেচেতা, কালচে ছোপ, বলিরেখার সমস্যা সহজে দূর করে দেয় এই মিশ্রণ।
advertisement
7/7
চোখের তলায় কালি পড়েছে। নাকের আশপাশে ওপেন পোরস। আলু ও শসা রস নিয়ে তুলোর সাহায্যে ওই মিশ্রণ গোটা মুখে মাখুন। এতে সমস্যা মিটবে অনেকটা।
চোখের তলায় কালি পড়েছে। নাকের আশপাশে ওপেন পোরস। আলু ও শসা রস নিয়ে তুলোর সাহায্যে ওই মিশ্রণ গোটা মুখে মাখুন। এতে সমস্যা মিটবে অনেকটা।
advertisement
advertisement
advertisement