Sindoor Astro Tips: সিঁদুর পরার সময় ভুলেও করবেন না এই ভুলগুলি! সংসারে নেমে আসবে অনর্থের কালো ছায়া! জানুন সিঁথিতে সিঁদুর দেওয়ার সঠিক নিয়ম

Last Updated:
Sindoor Astro Tips: ঐতিহ্য পেরিয়ে সিঁদুর আজ ভারতীয় ঘরানার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। সিঁদুর পরা বা না পরা যাঁর যাঁর ব্যক্তিগত অভিরুচি। কিন্তু সিঁদুর আজ অনেক ক্ষেত্রেই পরিণত হয়েছে স্টাইল স্টেটমেন্টেও
1/4
ভারতের সনাতন সংস্কৃতিতে বিয়ের গুরুত্বপূর্ণ অংশ সিঁদুরদান। রীতি, ঐতিহ্য পেরিয়ে সিঁদুর আজ ভারতীয় ঘরানার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে।সিঁদুর পরা বা না পরা যাঁর যাঁর ব্যক্তিগত অভিরুচি। কিন্তু সিঁদুর আজ অনেক ক্ষেত্রেই পরিণত হয়েছে স্টাইল স্টেটমেন্টেও।
ভারতের সনাতন সংস্কৃতিতে বিয়ের গুরুত্বপূর্ণ অংশ সিঁদুরদান। রীতি, ঐতিহ্য পেরিয়ে সিঁদুর আজ ভারতীয় ঘরানার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে।
সিঁদুর পরা বা না পরা যাঁর যাঁর ব্যক্তিগত অভিরুচি। কিন্তু সিঁদুর আজ অনেক ক্ষেত্রেই পরিণত হয়েছে স্টাইল স্টেটমেন্টেও।
advertisement
2/4
ষোল শৃঙ্গার সাজের অন্যতম সিঁদুর পরার সময় কিছু রীতি নীতি বা নিয়ম পালন করার ধারা প্রচলিত দীর্ঘ দিন ধরে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত কল্কি রাম৷
ষোল শৃঙ্গার সাজের অন্যতম সিঁদুর পরার সময় কিছু রীতি নীতি বা নিয়ম পালন করার ধারা প্রচলিত দীর্ঘ দিন ধরে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/4
নিজের ব্যবহৃত সিঁদুর অন্য কাউকে পরার জন্য দেওয়া ঠিক নয়। এতে সংসারের বিপদ হতে পারে। স্নান না করে সিঁথিতে সিঁদুর দেবেন না। আবার ভিজে চুলেও সিঁদুর পরবেন না। চুল ভাল করে শুকনো মুছে তবেই সিঁদুর পরবেন।
নিজের ব্যবহৃত সিঁদুর অন্য কাউকে পরার জন্য দেওয়া ঠিক নয়। এতে সংসারের বিপদ হতে পারে। স্নান না করে সিঁথিতে সিঁদুর দেবেন না। আবার ভিজে চুলেও সিঁদুর পরবেন না। চুল ভাল করে শুকনো মুছে তবেই সিঁদুর পরবেন।
advertisement
4/4
Disclaimer: জ্যোতিষশাস্ত্রে দীর্ঘ দিন ধরে প্রচলিত রীতি নিয়েই এখানে বলা হল। কোনও কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার উদ্দেশ্য নেই।
Disclaimer: জ্যোতিষশাস্ত্রে দীর্ঘ দিন ধরে প্রচলিত রীতি নিয়েই এখানে বলা হল। কোনও কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার উদ্দেশ্য নেই।
advertisement
advertisement
advertisement