Sindoor: রোজ স্নানের পরে সিঁদুর পরেন? বিয়েতেও হয় সিঁদুরদান...! কিন্তু কেন পরেন? কী উপকারিতা? জানুন খুঁটিনাটি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Sindoor: বিশিষ্ট জ্যোতিষ রাজদীপ আচার্য জানান, এটি বৈজ্ঞানিক না হলেও মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ। সিঁদুর প্রতিদিন পরা মানে একজন নারী প্রতিদিন নিজেকে তার দাম্পত্য সম্পর্কে মনে করিয়ে দেন। এতে একটি ইতিবাচক মানসিক বন্ধন তৈরি হয়, যা মানসিক স্থিতি ও পারস্পরিক সম্পর্ক ভাল রাখতে সাহায্য করে।
advertisement
*সিঁথির স্থানটি (যেখানে সিঁদুর দেওয়া হয়) ব্রেনের এমন একটি অংশের সঙ্গে যুক্ত, যার নিচেই থাকে পিটুইটারি গ্রন্থি, এটি হরমোন নিয়ন্ত্রণের কেন্দ্র। সিঁদুর লাগালে ওই স্থানে সামান্য ঘর্ষণ ও উত্তাপ তৈরি হয়, যা পিটুইটারি গ্রন্থিকে সক্রিয় করে। এতে হরমোন ব্যালান্সে সহায়তা হয় এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে।
advertisement
*জলপাইগুড়ির বিশিষ্ট জ্যোতিষ রাজদীপ আচার্য জানান, এটি বৈজ্ঞানিক না হলেও মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ। সিঁদুর প্রতিদিন পরা মানে একজন নারী প্রতিদিন নিজেকে তার দাম্পত্য সম্পর্কে মনে করিয়ে দেন। এতে একটি ইতিবাচক মানসিক বন্ধন তৈরি হয়, যা মানসিক স্থিতি ও পারস্পরিক সম্পর্ক ভাল রাখতে সাহায্য করে। এছাড়াও, পারদ বা কাস্টোচূর্ণযুক্ত সিঁদুর (যদিও আজকের দিনে সচরাচর ব্যবহৃত হয় না) নারীর যৌন শক্তি ও ফার্টিলিটি বাড়াতে সহায়তা করে।
advertisement
advertisement