'উইকএন্ডে একটু মদ খেলে কিছু হয় না!' ভাবলে বড় ভুল, লিভারের এই ছবিগুলো দেখলে বুক কেঁপে উঠবে
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
Liver Damage due to Alcohol: সম্প্রতি ‘দ্য লিভার ডক’ নামে একটি রিপোর্ট প্রকাশ করেছেন চিকিৎসক অ্যাবে ফিলিপ। সোশ্যাল মিডিয়া ইউজাররা স্তম্ভিত।
advertisement
advertisement
advertisement
দুটি লিভারের মধ্যে পার্থক্য স্পষ্ট। ডঃ ফিলিপ বলছেন, “সপ্তাহে একদিন মদ্যপান করলেও যে লিভারে গুরুতর প্রভাব পড়তে পারে, এটা স্পষ্ট।” সুরাপ্রেমীদের সতর্ক করে দিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “সপ্তাহান্তে মদ্যপান করেন এমন ৩২ বছর বয়সী পুরুষের লিভার আর তাঁর স্ত্রীর সুস্থ লিভারের পার্থক্যটা দেখুন। স্বামীর জীবন বাঁচাতে তিনি লিভারের একটা অংশ দান করেছেন।” এই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি।
advertisement
অনেকেই মনে করেন মাঝেসাঝে পান করলে কিছু হবে না। কিন্তু আদতে ক্ষতি প্রায় একই। কাওভেরি হাসপাতালের লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডঃ শ্রীনিবাসন বজানাপু বলছেন, “মদ্যপান লিভারের জন্য বিষাক্ত। সে যত অল্প পরিমানই হোক না কেন। লিভার যখন মদকে বিপাক করে, তখন ক্যানসার সৃষ্টিকারী উপজাত তৈরি হয়। যা দীর্ঘমেয়াদে লিভারের টিস্যুর ক্ষতি করে।”
advertisement
advertisement