'উইকএন্ডে একটু মদ খেলে কিছু হয় না!' ভাবলে বড় ভুল, লিভারের এই ছবিগুলো দেখলে বুক কেঁপে উঠবে

Last Updated:
Liver Damage due to Alcohol: সম্প্রতি ‘দ্য লিভার ডক’ নামে একটি রিপোর্ট প্রকাশ করেছেন চিকিৎসক অ্যাবে ফিলিপ। সোশ্যাল মিডিয়া ইউজাররা স্তম্ভিত।
1/7
উইকএন্ডে অল্প স্বল্প মদ্যপান। ওই দু-চার পাত্তর। এ আর এমন কী! পাঁড় মাতাল তো নয়। রোজ মদ্যপানের অভ্যাসও নেই। লিভারের কিছু হবে না। এমনটা ভাবলে বড় ভুল হয়ে যাবে। সপ্তাহে একদিন মদ্যপানের অভ্যাসও লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে।
উইকএন্ডে অল্প স্বল্প মদ্যপান। ওই দু-চার পাত্তর। এ আর এমন কী! রোজ মদ্যপানের অভ্যাসও নেই। লিভারের কিছু হবে না। এমনটা ভাবলে বড় ভুল হয়ে যাবে। সপ্তাহে একদিন মদ্যপানের অভ্যাসও লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে।
advertisement
2/7
সম্প্রতি ‘দ্য লিভার ডক’ নামে একটি রিপোর্ট প্রকাশ করেছেন চিকিৎসক অ্যাবে ফিলিপ। সোশ্যাল মিডিয়া ইউজাররা স্তম্ভিত। ৩২ বছর বয়সী এক পুরুষ এবং তাঁর স্ত্রীর লিভারের ছবি দেখানো হয়েছে তাতে। সেই ছবি দেখলে বোঝা যায়, মাঝেমধ্যে মদ্যপান করলেও ঝুঁকি কমে না।
সম্প্রতি ‘দ্য লিভার ডক’ নামে একটি রিপোর্ট প্রকাশ করেছেন চিকিৎসক অ্যাবে ফিলিপ। সোশ্যাল মিডিয়া ইউজাররা স্তম্ভিত। ৩২ বছর বয়সী এক পুরুষ এবং তাঁর স্ত্রীর লিভারের ছবি দেখানো হয়েছে তাতে। সেই ছবি দেখলে বোঝা যায়, মাঝেমধ্যে মদ্যপান করলেও ঝুঁকি কমে না।
advertisement
3/7
মদ্যপান মোটেও ভাল অভ্যেস নয়। এতে স্বাস্থ্য ও অর্থহানি হয়। ফলে মদ্যপানের স্বভাব থেকে দূরে থাকাই ভাল। তবে অনেকেই মাঝেমধ্যে মদ্যপান করে থাকেন।
মদ্যপান মোটেও ভাল অভ্যেস নয়। এতে স্বাস্থ্য ও অর্থহানি হয়। ফলে মদ্যপানের স্বভাব থেকে দূরে থাকাই ভাল। তবে অনেকেই মাঝেমধ্যে মদ্যপান করে থাকেন।
advertisement
4/7
দুটি লিভারের মধ্যে পার্থক্য স্পষ্ট। ডঃ ফিলিপ বলছেন, “সপ্তাহে একদিন মদ্যপান করলেও যে লিভারে গুরুতর প্রভাব পড়তে পারে, এটা স্পষ্ট।” সুরাপ্রেমীদের সতর্ক করে দিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “সপ্তাহান্তে মদ্যপান করেন এমন ৩২ বছর বয়সী পুরুষের লিভার আর তাঁর স্ত্রীর সুস্থ লিভারের পার্থক্যটা দেখুন। স্বামীর জীবন বাঁচাতে তিনি লিভারের একটা অংশ দান করেছেন।” এই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি।
দুটি লিভারের মধ্যে পার্থক্য স্পষ্ট। ডঃ ফিলিপ বলছেন, “সপ্তাহে একদিন মদ্যপান করলেও যে লিভারে গুরুতর প্রভাব পড়তে পারে, এটা স্পষ্ট।” সুরাপ্রেমীদের সতর্ক করে দিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “সপ্তাহান্তে মদ্যপান করেন এমন ৩২ বছর বয়সী পুরুষের লিভার আর তাঁর স্ত্রীর সুস্থ লিভারের পার্থক্যটা দেখুন। স্বামীর জীবন বাঁচাতে তিনি লিভারের একটা অংশ দান করেছেন।” এই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি।
advertisement
5/7
অনেকেই মনে করেন মাঝেসাঝে পান করলে কিছু হবে না। কিন্তু আদতে ক্ষতি প্রায় একই। কাওভেরি হাসপাতালের লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডঃ শ্রীনিবাসন বজানাপু বলছেন, “মদ্যপান লিভারের জন্য বিষাক্ত। সে যত অল্প পরিমানই হোক না কেন। লিভার যখন মদকে বিপাক করে, তখন ক্যানসার সৃষ্টিকারী উপজাত তৈরি হয়। যা দীর্ঘমেয়াদে লিভারের টিস্যুর ক্ষতি করে।”
অনেকেই মনে করেন মাঝেসাঝে পান করলে কিছু হবে না। কিন্তু আদতে ক্ষতি প্রায় একই। কাওভেরি হাসপাতালের লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডঃ শ্রীনিবাসন বজানাপু বলছেন, “মদ্যপান লিভারের জন্য বিষাক্ত। সে যত অল্প পরিমানই হোক না কেন। লিভার যখন মদকে বিপাক করে, তখন ক্যানসার সৃষ্টিকারী উপজাত তৈরি হয়। যা দীর্ঘমেয়াদে লিভারের টিস্যুর ক্ষতি করে।”
advertisement
6/7
ডঃ শ্রীনিবাসন বজানাপুর মতে, “নিয়মিত মদ্যপান সবচেয়ে ক্ষতিকর। লিভার নষ্ট হয়ে যেতে পারে। তবে ক্ষতি শুধু মদ্যপানের পরিমাণের উপর নির্ভর করে না। জিন, খাদ্যাভ্যাস, জীবনযাত্রার ধরন, যেমন ধূমপান বা অস্বাস্থ্যকর ডায়েট, এই ক্ষতি আরও বাড়িয়ে দেয়।”
ডঃ শ্রীনিবাসন বজানাপুর মতে, “নিয়মিত মদ্যপান সবচেয়ে ক্ষতিকর। লিভার নষ্ট হয়ে যেতে পারে। তবে ক্ষতি শুধু মদ্যপানের পরিমাণের উপর নির্ভর করে না। জিন, খাদ্যাভ্যাস, জীবনযাত্রার ধরন, যেমন ধূমপান বা অস্বাস্থ্যকর ডায়েট, এই ক্ষতি আরও বাড়িয়ে দেয়।”
advertisement
7/7
সঙ্গে তিনি যোগ করেন, “অবরেসবরে মদ্যপান করলে তৎক্ষণাৎ নাও ক্ষতি হতে পারে। কিন্তু যদি বংশ পরম্পরায় লিভারের রোগের ইতিহাস থাকে তাহলে সপ্তাহে একদিন মদ্যপানও লিভার ড্যামেজের সম্ভাবনা বাড়িয়ে দেয়।”
সঙ্গে তিনি যোগ করেন, “অবরেসবরে মদ্যপান করলে তৎক্ষণাৎ নাও ক্ষতি হতে পারে। কিন্তু যদি বংশ পরম্পরায় লিভারের রোগের ইতিহাস থাকে তাহলে সপ্তাহে একদিন মদ্যপানও লিভার ড্যামেজের সম্ভাবনা বাড়িয়ে দেয়।”
advertisement
advertisement
advertisement