False Eyelashes: নকল আঁখিপল্লব ছাড়া আপনার সাজ অসম্পূর্ণ? দেখুন কী চরম ক্ষতি করছেন চোখ ও দৃষ্টিশক্তির

Last Updated:
False Eyelashes: এই প্রসাধনী ব্যবহারের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷
1/6
ঘন আঁখিপল্লব আমাদের সকলেরই পছন্দ৷ সাজগোজে নতুন মাত্রা যোগ করে দীর্ঘ আঁখিপল্লব৷ কিন্তু সকলের তো প্রাকৃতির ভাবে সুন্দর আঁখিপল্লব হয় না৷ তাই বাধ্য হয়ে শরণাপন্ন হন নকল আঁখিপল্লব বা ফলস আইল্যাশের৷ এই প্রসাধনী ব্যবহারের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷
ঘন আঁখিপল্লব আমাদের সকলেরই পছন্দ৷ সাজগোজে নতুন মাত্রা যোগ করে দীর্ঘ আঁখিপল্লব৷ কিন্তু সকলের তো প্রাকৃতির ভাবে সুন্দর আঁখিপল্লব হয় না৷ তাই বাধ্য হয়ে শরণাপন্ন হন নকল আঁখিপল্লব বা ফলস আইল্যাশের৷ এই প্রসাধনী ব্যবহারের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷
advertisement
2/6
আপনার চোখের চারপাশের ত্বক খুবই পাতলা ও স্পর্শকাতর৷ নকল আঁখিপলল্ব থেকে সেখানে সংক্রমণ হতে পারে৷
আপনার চোখের চারপাশের ত্বক খুবই পাতলা ও স্পর্শকাতর৷ নকল আঁখিপলল্ব থেকে সেখানে সংক্রমণ হতে পারে৷
advertisement
3/6
ব্যবহারের আগে ও পরে নকল আঁখিপল্লব ঠিকমতো পরিষ্কার না করলে এতে জমে থাকা ব্যাকটেরিয়া থেকে চোখে সংক্রমণ হতে পারে৷ চোখ ফুলে উঠতে পারে৷
ব্যবহারের আগে ও পরে নকল আঁখিপল্লব ঠিকমতো পরিষ্কার না করলে এতে জমে থাকা ব্যাকটেরিয়া থেকে চোখে সংক্রমণ হতে পারে৷ চোখ ফুলে উঠতে পারে৷
advertisement
4/6
ফলস আইল্যাশে আঠা লাগানো থাকে৷ তার সাহায্যে ওগুলি চোখের পাতায় লাগিয়ে দেওয়া হয়৷ কিন্তু এই কড়া আঠার ফলে আপনার চোখের স্বাভাবিক আঁখিপল্লব ক্ষতিগ্রস্ত হতে পারে৷ ঝরে পড়তে পারে সেগুলি৷
ফলস আইল্যাশে আঠা লাগানো থাকে৷ তার সাহায্যে ওগুলি চোখের পাতায় লাগিয়ে দেওয়া হয়৷ কিন্তু এই কড়া আঠার ফলে আপনার চোখের স্বাভাবিক আঁখিপল্লব ক্ষতিগ্রস্ত হতে পারে৷ ঝরে পড়তে পারে সেগুলি৷
advertisement
5/6
টিয়ার ডাক্ট থেকে যথেষ্ট লুব্রিক্যান্ট উৎসারিত না হলে ড্রাই আইজ বা শুষ্ক চোখের সমস্যা দেখা দেয়৷ ফলস আইল্যাশ ব্যবহারে ড্রাই আইজ-এর সমস্যা বেড়ে যেতে পারে৷ ফলে সংক্রমণ, দৃষ্টিশক্তি বিঘ্নিত হওয়া, লালভাব, লাইট সেনসিভিটি-সহ একাধিক সমস্যা দেখা দেয়৷
টিয়ার ডাক্ট থেকে যথেষ্ট লুব্রিক্যান্ট উৎসারিত না হলে ড্রাই আইজ বা শুষ্ক চোখের সমস্যা দেখা দেয়৷ ফলস আইল্যাশ ব্যবহারে ড্রাই আইজ-এর সমস্যা বেড়ে যেতে পারে৷ ফলে সংক্রমণ, দৃষ্টিশক্তি বিঘ্নিত হওয়া, লালভাব, লাইট সেনসিভিটি-সহ একাধিক সমস্যা দেখা দেয়৷
advertisement
6/6
সমস্যা থেকে রেহাই পেতে ফলস আইল্যাশ সতর্কতার সঙ্গে ব্যবহার করুন৷ নয়তো সৌন্দর্যের মাশুল দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে চোখের মতো অঙ্গ৷
সমস্যা থেকে রেহাই পেতে ফলস আইল্যাশ সতর্কতার সঙ্গে ব্যবহার করুন৷ নয়তো সৌন্দর্যের মাশুল দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে চোখের মতো অঙ্গ৷
advertisement
advertisement
advertisement