Shocking News: রুটি বানানোর 'আটা' থেকেও মাথায় টাক পড়তে পারে,পঞ্জাব-হরিয়ানার গ্রামে গবেষকরা যা দেখলেন,চিন্তা ধরাবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সপ্তাহখানেকের মধ্যেই মাথা থেকে চুল উঠে যাচ্ছে, পড়ছে টাক। পঞ্জাব, হরিয়ানার একাধিক গ্রামে বাড়ছে টাকের সমস্যা। এই ছিল চুল, এই মাথাভর্তি টাক! গ্রামের পর গ্রাম, বাড়ির পর বাড়িতে এই সমস্যা। উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরও
কারও চুল পাতলা হচ্ছে, কারও বা চুল পুরোপুরি উঠে গিয়ে দেখা দিচ্ছে টাক! টাক নিয়ে মানুষের চিন্তার অন্ত নেই! মাথার টাক ঢাকতে মানুষে কত কী না করছে! কেউ বা পরচুল পড়ছেন, কেউ বা কৃত্রিম উপায়ে মাথায় চুল লাগাচ্ছেন। টাক পড়ার নেপথ্যে একাধিক কারণ থাকে যার মধ্যে একটি বড় কারণ হল জেনেটিক। কিন্তু এটা কি জানেন, আপনার রোজের খাবারও টাক পড়ার জন্য দায়ী হতে পারে?
advertisement
সপ্তাহখানেকের মধ্যেই মাথা থেকে চুল উঠে যাচ্ছে, পড়ছে টাক। পঞ্জাব, হরিয়ানার একাধিক গ্রামে বাড়ছে টাকের সমস্যা। এই ছিল চুল, এই মাথাভর্তি টাক! গ্রামের পর গ্রাম, বাড়ির পর বাড়িতে এই সমস্যা। উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরও। কিন্তু কী এমন হল যে রাতারাতি সবার মাথার চুল উঠতে লাগল? বেড়ে গেল টাকের সমস্যা? সেই নিয়ে শুরু হল বিস্তর গবেষণা, পরীক্ষা নীরিক্ষা!
advertisement
advertisement
advertisement
সেলেনিয়াম একটি গুরুত্বপূর্ণ খনিজ যা আমাদের শরীরে খুব কম পরিমাণে প্রয়োজন। সেলেনিয়াম গ্লুটাথিয়ন পার-অক্সাইড নামক হরমোন তৈরিতে সাহায্য করে। এই এনজাইম কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায়। কিন্তু শরীরে বেশি পরিমাণে সেলেনিয়াম প্রবেশ করলে ক্ষতি! 'সেলেনিয়াম টক্সিসিটি'র অন্যতম বড় উপসর্গ হল চুল পড়ে যাওয়া। বাড়তি সেলেনিয়াম চুলের ফলিকল দুর্বল করে দেয়, ফলে চুল ঝড়তে থাকে।
advertisement
advertisement
মহারাষ্ট্রের বুলধানা জেলার বরগাঁও, কালওয়াড় এবং হিঙ্গনা গ্রামেও সম্প্রতি এই সমস্যার মুখে পড়েছেন গ্রামবাসীরা। এক সপ্তাহের মধ্যেই টাক পড়ছে। কেউ কেউ দাবি করছেন, চুলে হালকা টান দিলেও তা উঠে আসছে। স্বাস্থ্য দফতরের অনুমান, দূষিত জল থেকে চুলের সমস্যা হয়ে থাকতে পারে। তবে পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হচ্ছে না।