Shiuli Plant Care: বাড়ির গাছে এখনও শিউলির দেখা নেই? এভাবে যত্ন নিন,পুজোর আগেই ফুল ফুটবে

Last Updated:
Shiuli Plant Care: কিছু নিয়ম মানলেই শিউলিগাছে ফুল ধরবে৷ জানুন সেগুলি৷
1/7
 শিউলিফুলের গন্ধ ছাড়া বাঙালির দুর্গাপুজো অসম্পূর্ণ৷ বাড়ির শিউলিতলায় টুপটাপ ঝরে পড়া ফুলই যেন পুজোর সানাই৷ সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু করে শীতের সূত্রপাত পর্যন্ত শিউলি ফোটে৷
শিউলিফুলের গন্ধ ছাড়া বাঙালির দুর্গাপুজো অসম্পূর্ণ৷ বাড়ির শিউলিতলায় টুপটাপ ঝরে পড়া ফুলই যেন পুজোর সানাই৷ সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু করে শীতের সূত্রপাত পর্যন্ত শিউলি ফোটে৷
advertisement
2/7
কিন্তু অনেক বাড়িতেই শিউলিগাছ থাকলেও ফুল ফোটে না৷ হাজারো চেষ্টাতেও অধরাই থেকে যায় সুবাসিত শরৎ৷ কিন্তু কিছু নিয়ম মানলেই শিউলিগাছে ফুল ধরবে৷ জানুন সেগুলি৷
কিন্তু অনেক বাড়িতেই শিউলিগাছ থাকলেও ফুল ফোটে না৷ হাজারো চেষ্টাতেও অধরাই থেকে যায় সুবাসিত শরৎ৷ কিন্তু কিছু নিয়ম মানলেই শিউলিগাছে ফুল ধরবে৷ জানুন সেগুলি৷
advertisement
3/7
শিউলিগাছের জন্য সূর্যালোক খুবই প্রয়োজনীয়৷ সেখানেই শিউলিগাছ রোপণ করুন যেখানে সকালের রোদ এসে পৌঁছবে৷ সারা দিন ধরে শিউলিগাছে পড়বে পরোক্ষ সূর্যালোক৷ বাগানে সেরকম জায়গা দেখেই শিউলিগাছ রাখুন৷ টবে সে গাছ থাকলেও মনে রাখুন এই নিয়ম৷
শিউলিগাছের জন্য সূর্যালোক খুবই প্রয়োজনীয়৷ সেখানেই শিউলিগাছ রোপণ করুন যেখানে সকালের রোদ এসে পৌঁছবে৷ সারা দিন ধরে শিউলিগাছে পড়বে পরোক্ষ সূর্যালোক৷ বাগানে সেরকম জায়গা দেখেই শিউলিগাছ রাখুন৷ টবে সে গাছ থাকলেও মনে রাখুন এই নিয়ম৷
advertisement
4/7
শিউলিগাছের জন্য উপযুক্ত সারের বন্দোবস্ত করাও জরুরি৷ রাসায়নিক সারের বদলে দিন জৈব সার৷ রান্নাঘরের আনাজপাতির খোসা জৈব সার হিসেবে অত্যন্ত কার্যকর৷
শিউলিগাছের জন্য উপযুক্ত সারের বন্দোবস্ত করাও জরুরি৷ রাসায়নিক সারের বদলে দিন জৈব সার৷ রান্নাঘরের আনাজপাতির খোসা জৈব সার হিসেবে অত্যন্ত কার্যকর৷
advertisement
5/7
শিউলিগাছের গোড়ায় জল দাঁড়ালে অত্যন্ত ক্ষতি হয়৷ তাই প্রয়োজনের তুলনায় বেশি জল গাছে দেবেন না৷ গাছের গোড়ায় জল জমতেও দেবেন না৷ তাহলে শিকড় পচে যাবে৷
শিউলিগাছের গোড়ায় জল দাঁড়ালে অত্যন্ত ক্ষতি হয়৷ তাই প্রয়োজনের তুলনায় বেশি জল গাছে দেবেন না৷ গাছের গোড়ায় জল জমতেও দেবেন না৷ তাহলে শিকড় পচে যাবে৷
advertisement
6/7
গাছের গোড়ার অংশের মাটি যেন সব সময় শুকনো থাকে, সেটা দেখবেন৷ শিউলিগাছের পাতায় জল দিয়ে ভেজাবেন না৷ তাহলে পাতায় ছত্রাকের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে৷
গাছের গোড়ার অংশের মাটি যেন সব সময় শুকনো থাকে, সেটা দেখবেন৷ শিউলিগাছের পাতায় জল দিয়ে ভেজাবেন না৷ তাহলে পাতায় ছত্রাকের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে৷
advertisement
7/7
জল দাঁড়ায় না, এমন মাটি বেছে নিন শিউলিগাছের জন্য৷ দোআঁশ এবং বেলেমাটির মিশ্রণে রোপণ করুন শিউলিগাছ৷
জল দাঁড়ায় না, এমন মাটি বেছে নিন শিউলিগাছের জন্য৷ দোআঁশ এবং বেলেমাটির মিশ্রণে রোপণ করুন শিউলিগাছ৷
advertisement
advertisement
advertisement