ব্রণ, ফুসকুঁড়িতে জীবন জেরবার? মুক্তি পেতে ব্যবহার করুন ঘরোয়া এই উপাদান! 'জেল্লা' ফিরবেই

Last Updated:
ত্বক বিশেষজ্ঞ শিল্পী মণ্ডল জানান, "ব্রণ প্রবণ ত্বকের জন্য উপকারী পুদিনা পাতা। পুদিনা পাতা বেটে ত্বকের উপর লাগানো যেতে পারে সপ্তাহে তিনদিন। দাগছোপ দূর হয়।"
1/8
বর্তমান যুগে দূষণ ও খারাপ লাইফস্টাইল ক্রমশ আপনার শরীরের মতো ভয়ঙ্কর ক্ষতি করতে থাকে আপনার ত্বককে। মুখে নাম ব্রণ, ফুসকুড়ির ভিড়। আবার ট্যানিং ও বাড়তে থাকে বাইরে বেরোলেই।
বর্তমান যুগে দূষণ ও খারাপ লাইফস্টাইল ক্রমশ আপনার শরীরের মতো ভয়ঙ্কর ক্ষতি করতে থাকে আপনার ত্বককে। মুখে নাম ব্রণ, ফুসকুড়ির ভিড়। আবার ট্যানিং ও বাড়তে থাকে বাইরে বেরোলেই।
advertisement
2/8
কখনও আবার ব্রণ, ফুসকুঁড়িতে জীবন জেরবার হয়ে ওঠে। যদিও সার্বিক সৌন্দর্য পেতে যথাযথ লাইফস্টাইল ও খাওয়াদাওয়া জরুরি সেই সঙ্গে পর্যাপ্ত জলের সেবনও মাস্ট, কিন্তু একথা অস্বীকার করা যায়না যে কিছু কিছু জিনিস এর বাইরেও মুখ ভিতর থেকে সুন্দর করে তুলতে বড় কার্যকর ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।
কখনও আবার ব্রণ, ফুসকুঁড়িতে জীবন জেরবার হয়ে ওঠে। যদিও সার্বিক সৌন্দর্য পেতে যথাযথ লাইফস্টাইল ও খাওয়াদাওয়া জরুরি সেই সঙ্গে পর্যাপ্ত জলের সেবনও মাস্ট, কিন্তু একথা অস্বীকার করা যায়না যে কিছু কিছু জিনিস এর বাইরেও মুখ ভিতর থেকে সুন্দর করে তুলতে বড় কার্যকর ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।
advertisement
3/8
কিশোর বয়সে ব্রণ হয় বেশিরভাগ মানুষের। তবে অনেকের কৈশোর পার হলেও ব্রণর সমস্যা পিছু ছাড়েনা। ব্রণ দূর করার ক্ষেত্রে কোন কোন ঘরোয়া উপাদান ভাল ফল দেবে জানালেন ত্বক বিশেষজ্ঞ শিল্পী মণ্ডল।
কিশোর বয়সে ব্রণ হয় বেশিরভাগ মানুষের। তবে অনেকের কৈশোর পার হলেও ব্রণর সমস্যা পিছু ছাড়েনা। ব্রণ দূর করার ক্ষেত্রে কোন কোন ঘরোয়া উপাদান ভাল ফল দেবে জানালেন ত্বক বিশেষজ্ঞ শিল্পী মণ্ডল।
advertisement
4/8
ব্রণ প্রবণ ত্বকের স্কিন কেয়ার অন্য ত্বকের থেকে একদম আলাদাভাবে করতে হয়। স্কিন কেয়ার রুটিনের অংশ করে তুলুন অ্যালোভেরা জেলকে। নিয়মিত মুখে ভেষজ অ্যালোভেরা জেল মাখলে ত্বক অনেক বেশি মসৃণ হয়।
ব্রণ প্রবণ ত্বকের স্কিন কেয়ার অন্য ত্বকের থেকে একদম আলাদাভাবে করতে হয়। স্কিন কেয়ার রুটিনের অংশ করে তুলুন অ্যালোভেরা জেলকে। নিয়মিত মুখে ভেষজ অ্যালোভেরা জেল মাখলে ত্বক অনেক বেশি মসৃণ হয়।
advertisement
5/8
ব্রণ প্রবণ ত্বকের স্কিন কেয়ার অন্য ত্বকের থেকে একদম আলাদাভাবে করতে হয়। স্কিন কেয়ার রুটিনের অংশ করে তুলুন অ্যালোভেরা জেলকে। নিয়মিত মুখে ভেষজ অ্যালোভেরা জেল মাখলে ত্বক অনেক বেশি মসৃণ হয়।
ব্রণ প্রবণ ত্বকের স্কিন কেয়ার অন্য ত্বকের থেকে একদম আলাদাভাবে করতে হয়। স্কিন কেয়ার রুটিনের অংশ করে তুলুন অ্যালোভেরা জেলকে। নিয়মিত মুখে ভেষজ অ্যালোভেরা জেল মাখলে ত্বক অনেক বেশি মসৃণ হয়।
advertisement
6/8
সব ভেষজ উপাদানের মধ্যে হলুদ সবচেয়ে বেশি শক্তিশালী। হলুদ ত্বকের প্রদাহ কমাতে এবং ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। টক দই ও বেসনের সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকের ওপর লাগালে উপকার পাওয়া যায়।
সব ভেষজ উপাদানের মধ্যে হলুদ সবচেয়ে বেশি শক্তিশালী। হলুদ ত্বকের প্রদাহ কমাতে এবং ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। টক দই ও বেসনের সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকের ওপর লাগালে উপকার পাওয়া যায়।
advertisement
7/8
মিমের মধ্যে জীবাণুনাশক উপাদান রয়েছে। ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে নিম। এই নিম পাতার গুঁড়োর সঙ্গে মধু ও গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিতে হবে। এই ফেসপ্যাক মুখে মাখলে ব্রণর সমস্যা কমে।
মিমের মধ্যে জীবাণুনাশক উপাদান রয়েছে। ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে নিম। এই নিম পাতার গুঁড়োর সঙ্গে মধু ও গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিতে হবে। এই ফেসপ্যাক মুখে মাখলে ব্রণর সমস্যা কমে।
advertisement
8/8
ত্বক বিশেষজ্ঞ শিল্পী মণ্ডল জানান,
ত্বক বিশেষজ্ঞ শিল্পী মণ্ডল জানান, " ব্রণ প্রবণ ত্বকের জন্য উপকারী পুদিনা পাতা। পুদিনা পাতা বেটে ত্বকের ওপর লাগানো যেতে পারে সপ্তাহে তিনদিন। দাগছোপ দূর হয়।"
advertisement
advertisement
advertisement