Sheetala Ashtami Dos & Donts: আজ শীতলাপুজোয় এই চেনা গাছে জল দিন! অর্থপ্রাপ্তি, সন্তানের মঙ্গল ও দাম্পত্য সুখের হবেই

Last Updated:
Sheetala Ashtami Dos & Donts: সাধারণত এই পুজো পালিত হয় ফাল্গুন মাসে। কিন্তু এ বছর দোলপূর্ণিমা চৈত্রমাসে পড়ায় শীতলাপুজোও পড়েছে বাংলা বছরের শেষ মাসেই। প্রচলিত বিশ্বাস, শীতলাদেবীর পুজো করলে সন্তান সন্ততি-সহ পরিবারের সকলে বসন্ত ও অন্যান্য ছোঁয়াচে সংক্রামক অসুখ থেকে রেহাই পায়। দূরে থাকে মহামারি।
1/9
দোলপূর্ণিমার পর আজ, মঙ্গলবার, কৃষ্ণক্ষের অষ্টমী তিথিতে মা শীতলার পুজো। বাংলার লৌকিক দেবদেবীদের মধ্যে অন্যতম শীতলাদেবী।
দোলপূর্ণিমার পর আজ, মঙ্গলবার, কৃষ্ণক্ষের অষ্টমী তিথিতে মা শীতলার পুজো। বাংলার লৌকিক দেবদেবীদের মধ্যে অন্যতম শীতলাদেবী।
advertisement
2/9
সাধারণত এই পুজো পালিত হয় ফাল্গুন মাসে। কিন্তু এ বছর দোলপূর্ণিমা চৈত্রমাসে পড়ায় শীতলাপুজোও পড়েছে বাংলা বছরের শেষ মাসেই।
সাধারণত এই পুজো পালিত হয় ফাল্গুন মাসে। কিন্তু এ বছর দোলপূর্ণিমা চৈত্রমাসে পড়ায় শীতলাপুজোও পড়েছে বাংলা বছরের শেষ মাসেই।
advertisement
3/9
প্রচলিত বিশ্বাস, শীতলাদেবীর পুজো করলে সন্তান সন্ততি-সহ পরিবারের সকলে বসন্ত ও অন্যান্য ছোঁয়াচে সংক্রামক অসুখ থেকে রেহাই পায়। দূরে থাকে মহামারি।
প্রচলিত বিশ্বাস, শীতলাদেবীর পুজো করলে সন্তান সন্ততি-সহ পরিবারের সকলে বসন্ত ও অন্যান্য ছোঁয়াচে সংক্রামক অসুখ থেকে রেহাই পায়। দূরে থাকে মহামারি।
advertisement
4/9
রাজস্থান, গুজরাত, উত্তরপ্রদেশেও এই লৌকিকদেবীর পুজো অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ৷ মনে করা হয় শীতলাদেবীর হাতের ঝাঁটা সংসারের অভাব, অনটন, দুঃখ, দুর্দশা দূর করে৷
রাজস্থান, গুজরাত, উত্তরপ্রদেশেও এই লৌকিকদেবীর পুজো অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ৷ মনে করা হয় শীতলাদেবীর হাতের ঝাঁটা সংসারের অভাব, অনটন, দুঃখ, দুর্দশা দূর করে৷
advertisement
5/9
আজ, মঙ্গলবার রাত ৮.০৯ পর্যন্ত অষ্টমী তিথি আছে দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী৷ অন্য পঞ্জিকা মতে অষ্টমী তিথি আছে দুপুর ৩.২০ পর্যন্ত৷
আজ, মঙ্গলবার রাত ৮.০৯ পর্যন্ত অষ্টমী তিথি আছে দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী৷ অন্য পঞ্জিকা মতে অষ্টমী তিথি আছে দুপুর ৩.২০ পর্যন্ত৷
advertisement
6/9
অনেক পরিবারেই এদিন অরন্ধন ব্রত পালন করা হয়৷ উনুন ধরানো হয় না৷ কোনও রান্না করা হয় না৷ আগের দিন রাঁধা শীতল খাবার খাওয়া হয়৷ শীতলাপুজোয় কোনও গরম বা উষ্ণ খাবার গ্রহণ করার নিয়ম নেই৷
অনেক পরিবারেই এদিন অরন্ধন ব্রত পালন করা হয়৷ উনুন ধরানো হয় না৷ কোনও রান্না করা হয় না৷ আগের দিন রাঁধা শীতল খাবার খাওয়া হয়৷ শীতলাপুজোয় কোনও গরম বা উষ্ণ খাবার গ্রহণ করার নিয়ম নেই৷
advertisement
7/9
এই তিথিতে কাকভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে শীতলাদেবীকে টকদই ও হলুদ নিবেদন করা হয়৷ ব্রতপালনের পর সাত্তিক আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করা হয়৷
এই তিথিতে কাকভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে শীতলাদেবীকে টকদই ও হলুদ নিবেদন করা হয়৷ ব্রতপালনের পর সাত্তিক আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করা হয়৷
advertisement
8/9
শীতলাদেবীর পুজোয় নিমগাছে জলদান করুন৷ নিমগাছ প্রদক্ষিণ করুন৷ গবাদি পশুকে আহার করান৷
শীতলাদেবীর পুজোয় নিমগাছে জলদান করুন৷ নিমগাছ প্রদক্ষিণ করুন৷ গবাদি পশুকে আহার করান৷
advertisement
9/9
প্রচলিত বিশ্বাস, শীতলাপুজো নিষ্ঠাভরে পালন করলে সম্পদ বৃদ্ধি পায় সংসারে৷ সুখের হয় বিবাবিহত জীবন ও দাম্পত্য৷ কল্যাণ ও মঙ্গলসাধন হয় সন্তানদের৷
প্রচলিত বিশ্বাস, শীতলাপুজো নিষ্ঠাভরে পালন করলে সম্পদ বৃদ্ধি পায় সংসারে৷ সুখের হয় বিবাবিহত জীবন ও দাম্পত্য৷ কল্যাণ ও মঙ্গলসাধন হয় সন্তানদের৷
advertisement
advertisement
advertisement