অনলাইনে আলাপ তারপর সেক্স, কিন্তু এখন ব্ল্যাকমেল করছে..Help!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
হেল্প চাইছেন সুদীপ্ত (নাম পরিবর্তিত) ৷ ভয়ঙ্কর অভিজ্ঞতার পর এখন তিনি মনোবিদের দারস্থ ৷ বুঝতে পারছেন না কীভাবে পরিস্থিতি সামলাবেন ৷ ভেবেছিলাম নির্মল বন্ধুত্বের জন্য হাত বাড়য়েছে মেয়েটি, কিন্তু এখন প্রতিদিনই প্রায় ব্ল্যাকমেল করছে ৷ টাকা চাইছে ৷ আমার কাজের জায়গায় গিয়ে হুমকি দেওয়ার ভয়ও দেখাচ্ছে ৷ Photo Collected
অনলাইনে চ্যাটের অভ্যাস নতুন নয় ৷ টেক জমানায় হামেশাই হয়ে থাকে ৷ আর এতেই ফাঁদে পড়েছেন সুদীপ্ত ৷ সবেমাত্র নতুন চাকরি পেয়েছেন তিনি ৷ মফঃস্বল থেকে কলকাতায় চাকরি সূত্রে ৷ ছোট থেকেই পড়াশুনা, খেলাই ছিল জীবন ৷ সেভাবে মহিলাদের সানিধ্যে পাননি ৷ শহরে এসে তাই বন্ধুত্বের জন্য অনলাইন চ্যাট শুরু করেন ৷ ব্যাস সেখান থেকেই শুরু ৷ Photo Collected
বেশ মজা লাগত মেয়েদের সঙ্গে কথা বলতে, বলছেন সুদীপ্ত ৷ কয়েকজনের সঙ্গে কথাও হত নিয়মিত ৷ তবে এই মেয়েটির যেন একটু বেশিই ভাল লেগে গিয়েছিল ৷ কয়েকদফায় কথার পর দেখা করার সিদ্ধান্ত নিলাম ৷ দেখা হল, কথাও হল ৷ আবার দেখা হল ৷ এরপরই মেয়েটি নিজের বাড়ি নিয়ে গেল ৷ ফাঁকা বাড়ি, মেয়েটি নিজেই উদ্যোগ নিল ৷ সেক্স হল ৷ তারপরই মুখোমুখি হলাম ভয়ঙ্কর ঘটনার ৷ Photo Collected
মেয়েটি টাকা চাইল ৷ আমি কোনমতেই দিতে রাজি না হওয়ায় আমায় ধমকি দল ৷ আমার অফিসে গিয়ে সব বলে দেওয়ার ভয় দেখাল ৷ ও যত টাকা চাইছিল ততটা টাকা আমার কাছে ছিল না ৷ তাই বলল পরের দফায় সেক্সের পর টাকা নিয়ে নেবে ! আমি খুব ভয় পেয়েছি ৷ অফিসে যদি সব জানাজানি হয়, সেই লজ্জায় প্রায় গুটিয়ে আছি ৷ নিয়মিত ব্ল্যাকমেলের শিকার হচ্ছি ৷ Photo Collected
আপাতত সুদীপ্তকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন মনোবিদ ৷ বলছেন মেয়েটি এমনিই হুমকি দিচ্ছে ৷ কোনভাবেই অফিস পর্যন্ত পৌঁছবে না ৷ আর ফেসবুক বা যে কোন সোশ্যাল মিডিয়া থেকে সুদীপ্তকে সরে যেতে বলছেন তিনি ৷ এর পাশাপাশি একবার বাধ্যতামূলক ভাবে সুদীপ্তকে মেডিক্যাল চেকআপ করতে বলেছেন তিনি ৷ পরের বার কোন মেয়ের সঙ্গে আলাপ হলে কিছুটা বুঝেসুঝে মিশতে বলছেন মনোবিদ ৷ Photo Collected