Pomegranate: অ্যালজাইমার্সের মতো মারণরোগ ঠেকায়, শরীর চনমনেও হয়! রোজ খান এই ফল
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
বেদানা অনেকেই ভালবাসেন। লাল টুকটুকে এই ফলের রয়েছে এই নানান গুণাগুণ। এই বিষয়ে মাদ্রাজ মেডিক্যাল কলেজের ডাক্তার সরোজ গৌতম জানিয়েছেন শরীরের জন্য অত্যন্ত উপকারী এই ফল। অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনে পরিপূর্ণ এই ফল শুধু খেতেই সুস্বাদু নয় শরীরের সার্বিক গঠনেও এই ফল কার্যকরী ভুমিকা পালন করে। মস্তিষ্কের বিকাশ সাধনেও উপকারী এই ফল। জেনে নেওয়া যাক এই ফলের গুণগুলি-
বেদানা অনেকেই ভালবাসেন। লাল টুকটুকে এই ফলের রয়েছে এই নানান গুণাগুণ। এই বিষয়ে মাদ্রাজ মেডিক্যাল কলেজের ডাক্তার সরোজ গৌতম জানিয়েছেন শরীরের জন্য অত্যন্ত উপকারী এই ফল। অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনে পরিপূর্ণ এই ফল শুধু খেতেই সুস্বাদু নয় শরীরের সার্বিক গঠনেও এই ফল কার্যকরী ভুমিকা পালন করে। মস্তিষ্কের বিকাশ সাধনেও উপকারী এই ফল। জেনে নেওয়া যাক এই ফলের গুণগুলি-
advertisement
advertisement
advertisement
advertisement
মস্তিষ্কের জন্য উপকারী- বেদানায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমানো ছাড়াও বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে বেদানা আলঝাইমারসের এবং পারকিনসনস রোগের ক্ষতি কমাতে কিছুটা হলেও সাহায্য করে। ৫ বদহজম কমাতে সাহায্য করে- বেদানা পেটের সমস্যা সমাধানে বড় ভুমিকা পালন করে। পেটের ভিতরে থাকা ভাল জীবাণুর পরিমাণ বাড়িয়ে খাবার হজম করতে সাহায্য করে। এছাড়াও এই ফলে থাকা ফাইবারও হজমের জন্য অত্যন্ত উপকারী।