7 Superfoods for Men|| পৌরুষ হবে সূর্যের মতো তেজি, স্বাস্থ্য হবে বজ্রকঠিন, পুরুষদের জন্য এই ৭ খাবার 'মাস্ট'
- Published by:Shubhagata Dey
Last Updated:
অনেকের অজানা, কী কী খাবার দৈনিক খাবার গ্রহণ করা উচিত! এই প্রতিবেদনে সেই সব বিষয় নিয়েই আলোচনা করা হবে।
*বিভিন্ন পরিশ্রমের কাজ করার জন্য পুরুষদের প্রয়োজন অতিরিক্ত এনার্জি। তার জন্য সুস্বাস্থ্যে ভরপুর খাবার খাওয়া প্রয়োজন। যা কাজ করার জন্য শরীরে পর্যাপ্ত শক্তির জোগান দেবে। তাই দৈনিক বেশ কিছু খাবার ভালো গ্রহণ করা উচিত প্রত্যেক পুরুষমানুষের। কিন্তু অনেকের অজানা, কী কী খাবার দৈনিক খাবার গ্রহণ করা উচিত! এই প্রতিবেদনে সেই সব বিষয় নিয়েই আলোচনা করা হবে। প্রতীকী ছবি।
*পালং শাক (Spinach): সবুজ শাকসবজি শরীরের জন্য ভীষণ দরকার। পুরুষদের জন্য তো বটেই। তার মধ্যে গুরুত্বপূর্ণ হল পালং শাক খাওয়া। পালং শাকের অনেক গুণ রয়েছে। হার্ট ভালো রাখার পাশাপাশি পালং শাক খেলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিক ভাবে হয়। তবে এটা নয় যে শুধু পালং শাক রোজ খেতে হবে, বিভিন্ন প্রোটিং সমৃদ্ধ শাকও দৈনিক খাওয়া উচিত।সংগৃহীত ছবি।