*বেল পান্না: খাঁটি বাঙালি আস্বাদের সেরা পানীয় এটি ৷ গরমে পেট ঠাণ্ডা করতে বেল পান্নার ধারে কাছে কেউ নেই৷ চিনি, জল আর অল্প নুন দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন৷ কয়েক ফোঁটা গন্ধরাজ লেবুর রস দিন ৷ কিছুক্ষণ ফ্রিজে ঠাণ্ডা করুন ৷ বরফ কিউব দিয়ে দিতে পারেন পরিবেশনের সময়৷ আহা! যেন অমৃত৷ বাড়িতে অতিথি এলে প্রথম বলেই এক্কেবারে ছক্কা। সংগৃহীত ছবি।