Sawan Somvar 2023: আজ শ্রাবণের সোমবার, সন্ধ্যায় কী করলে পুণ্য ও অর্থলাভ হবে, জানুন

Last Updated:
Sawan Somvar 2023: এই পুণ্যতিথিতে বিশেষ কিছু আচরণে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় বলেই বিশ্বাস
1/8
 শ্রাবণ মাসের সোমবার শিবভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এই পুণ্যতিথিতে বিশেষ কিছু আচরণে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় বলেই বিশ্বাস।
শ্রাবণ মাসের সোমবার শিবভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এই পুণ্যতিথিতে বিশেষ কিছু আচরণে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় বলেই বিশ্বাস।
advertisement
2/8
এই তিথিতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। তার পর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস ব্রত পালন করুন।
এই তিথিতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। তার পর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস ব্রত পালন করুন।
advertisement
3/8
দিনভর নিষ্ঠা ভরে পুজো করার পর রাতে সাত্তিক খাবারে উপবাস ভঙ্গ করুন। পুজো নিবেদনের জন্য যেতে পারেন কোনও শিব মন্দিরে। অথবা বাড়িতেই আরাধনা করতে পারেন মহাদেবের।
দিনভর নিষ্ঠা ভরে পুজো করার পর রাতে সাত্তিক খাবারে উপবাস ভঙ্গ করুন। পুজো নিবেদনের জন্য যেতে পারেন কোনও শিব মন্দিরে। অথবা বাড়িতেই আরাধনা করতে পারেন মহাদেবের।
advertisement
4/8
মহাদেবকে নিবেদন করুন পঞ্চামৃত। দুধ এবং জল উৎসর্গ করুন ভগবান শিবকে৷
মহাদেবকে নিবেদন করুন পঞ্চামৃত। দুধ এবং জল উৎসর্গ করুন ভগবান শিবকে৷
advertisement
5/8
মহাদেবকে পুষ্পার্ঘ্যর পাশাপাশি দিন বেলপত্র, সুপারি এবং নারকেল৷
মহাদেবকে পুষ্পার্ঘ্যর পাশাপাশি দিন বেলপত্র, সুপারি এবং নারকেল৷
advertisement
6/8
সন্ধ্যায় মহাদেবের আরতি করার পর পুজো সমাপনে সাত্তিক খাবার খেয়ে উপবাস ভঙ্গ করুন৷ ভক্তদের মধ্যে বিতরণ করুন পুজোর প্রসাদ৷
সন্ধ্যায় মহাদেবের আরতি করার পর পুজো সমাপনে সাত্তিক খাবার খেয়ে উপবাস ভঙ্গ করুন৷ ভক্তদের মধ্যে বিতরণ করুন পুজোর প্রসাদ৷
advertisement
7/8
এদিন ব্রতীরা খেতে পারেন নুনবিহীন ভাজা, ফল, ধোকলা, শ্রীখণ্ড, সাবুদানা খিচুড়ি, টকদই এবং ছাঁচ৷ অতিরিক্ত তেল,নুন, মশলা দেওয়া খাবার এই পুণ্যদিনে খাবেন না৷
এদিন ব্রতীরা খেতে পারেন নুনবিহীন ভাজা, ফল, ধোকলা, শ্রীখণ্ড, সাবুদানা খিচুড়ি, টকদই এবং ছাঁচ৷ অতিরিক্ত তেল,নুন, মশলা দেওয়া খাবার এই পুণ্যদিনে খাবেন না৷
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement