Do's and Don'ts on Adhik Mas Amavasya: আজ ও কাল শ্রাবণী অমাবস্যা! অর্থ ও সৌভাগ্য পেতে এই পুণ্যতিথিতে কী করবেন, কী করবেন না? জানুন

Last Updated:
Do's and Don'ts on Adhik Mas Amavasya: একে শ্রাবণী অমাবস্যা, তার উপর অধিকমাস বা মল মাস। তাই এই তিথির গুরুত্ব অপরিসীম ভক্তদের কাছে
1/8
আজ এবং আগামিকাল, অর্থাৎ মঙ্গল ও বুধবার জুড়ে পড়েছে শ্রাবণী অমাবস্যা৷
আজ এবং আগামিকাল, অর্থাৎ মঙ্গল ও বুধবার জুড়ে পড়েছে শ্রাবণী অমাবস্যা৷
advertisement
2/8
পঞ্জিকা অনুযায়ী, ১৫ অগাস্ট, মঙ্গলবার দুপুর ১২.৪২ মিনিটে শুরু শ্রাবণের অমাবস্যা। এই তিথি থাকবে ১৬ অগাস্ট, বুধবার দুপুর ৩.০৭ মিনিট পর্যন্ত।
পঞ্জিকা অনুযায়ী, ১৫ অগাস্ট, মঙ্গলবার দুপুর ১২.৪২ মিনিটে শুরু শ্রাবণের অমাবস্যা। এই তিথি থাকবে ১৬ অগাস্ট, বুধবার দুপুর ৩.০৭ মিনিট পর্যন্ত।
advertisement
3/8
একে শ্রাবণী অমাবস্যা, তার উপর অধিকমাস বা মল মাস। তাই এই তিথির গুরুত্ব অপরিসীম ভক্তদের কাছে।
একে শ্রাবণী অমাবস্যা, তার উপর অধিকমাস বা মল মাস। তাই এই তিথির গুরুত্ব অপরিসীম ভক্তদের কাছে।
advertisement
4/8
এই বিশেষ তিথির জন্য রয়েছে বিশেষ কিছু বিধিনিষেধ৷ সেগুলি পালন করলেই জীবনে অর্থ ও সমৃদ্ধি নিশ্চিত৷ জেনে নিন কোন কোন কাজ এই তিথিতে করবেন না৷
এই বিশেষ তিথির জন্য রয়েছে বিশেষ কিছু বিধিনিষেধ৷ সেগুলি পালন করলেই জীবনে অর্থ ও সমৃদ্ধি নিশ্চিত৷ জেনে নিন কোন কোন কাজ এই তিথিতে করবেন না৷
advertisement
5/8
এই দিনে কোনও নতুন পোশাক এবং জুতো কিনবেন না৷ কোনও শুভ কাজ করা থেকেও বিরত থাকুন৷
এই দিনে কোনও নতুন পোশাক এবং জুতো কিনবেন না৷ কোনও শুভ কাজ করা থেকেও বিরত থাকুন৷
advertisement
6/8
বিশেষ এই পুণ্যতিথিতে সুরাপান করবেন না৷ বিরত থাকুন তামসিক খাবার গ্রহণ থেকেও৷ শুধুমাত্র সাত্তিক খাবার গ্রহণ করুন৷
বিশেষ এই পুণ্যতিথিতে সুরাপান করবেন না৷ বিরত থাকুন তামসিক খাবার গ্রহণ থেকেও৷ শুধুমাত্র সাত্তিক খাবার গ্রহণ করুন৷
advertisement
7/8
দরিদ্রদের এই তিথিতে খাবার ও বস্ত্র দান করুন৷ অশ্বত্থ গাছকে শ্রাবণী অমাবস্যায় পুজো করা খুবই পুণ্যের বলে মনে করা হয়৷
দরিদ্রদের এই তিথিতে খাবার ও বস্ত্র দান করুন৷ অশ্বত্থ গাছকে শ্রাবণী অমাবস্যায় পুজো করা খুবই পুণ্যের বলে মনে করা হয়৷
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement