Sattu Sharbat Health Benefits: রোজের ডায়েটে ছাতুর শরবত, দিন কয়েকেই ম্যাজিকের মতো ফল, শুধু এভাবে বানিয়ে নিন
- Reported by:Trending Desk
- local18
- Published by:Shubhagata Dey
Last Updated:
Sattu Sharbat Health Benefits: যাঁরা রোদে পরিশ্রম করেন, তাঁরা সারাদিনে এই সরবত পান করতে পারেন। তাতে শরীর ঠান্ডাও থাকবে, মিলবে শক্তিও।
advertisement
*এই বিশেষ ধরনের ছাতু খাওয়া হয় রাজস্থানে। মূলত তিন ধরনের শস্য থেকে তৈরি করা হয় এটি। গম, ছোলা এবং যবের দানা থেকে তৈরি এই ছাতু প্রোটিনে সমৃদ্ধ। প্রচণ্ড গরমে এই ছাতুর সরবত হিটস্ট্রোক থেকেও রক্ষা করতে পারে অনেকাংশেই। প্রোটিনের পাশাপাশি এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*কীভাবে বানাতে হবে এই সরবত: এক গ্লাস জলে দু’চামচ ছাতু মিশিয়ে নিতে হবে। সঙ্গে স্বাদ মতো দিতে হবে দুই চামচ চিনি। সবটা ভাল করে মিশিয়ে নিলেই তৈরি সরবত। দিনের যে কোনও সময় এটি পান করা যেতে পারে। এমনকী খিদে পেলেও এই ছাতুর সরবত পান করা যেতে পারে। আবার সকালে বাড়ি থেকে বেরনোর আগে এই সরবত খেলে ডিহাইড্রেশনের সমস্যা এড়ানো যেতে পারে অনেকাংশেই। সংগৃহীত ছবি।
advertisement
advertisement









