কেউ ক্যানসার মুক্ত, কেউ আবার এখনও লড়ছে মারণ রোগের বিরুদ্ধে, শিশু দিবসে বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ ক্যানসার আক্রান্ত শিশুরা

Last Updated:
অসহায় ও আর্থিকভাবে দুর্বল ক্যানসার আক্রান্ত রোগীদের প্রতি মানবিক সেবার জন্য পরিচিত সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (SGCCRI) শিশু দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান “EARN-A-SMILE 2.0” আয়োজন করে।
1/6
সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (SGCCRI), বিগত কয়েক দশক ধরে আর্থিকভাবে অসচ্ছল ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (SGCCRI), বিগত কয়েক দশক ধরে আর্থিকভাবে অসচ্ছল ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
advertisement
2/6
এর অন্যতম অনন্য উদ্যোগ হল চাইল্ড কেয়ার সেন্টার, যা ডিজনিল্যান্ডের আদলে গড়ে তোলা—শিশু ক্যানসার রোগীদের জীবনে আনন্দ ও আশার রঙ আনতে। SGCCRI বিশ্বাস করে যে চিকিৎসার পাশাপাশি পরিবেশও নিরাময়ের এক গুরুত্বপূর্ণ অংশ।
এর অন্যতম অনন্য উদ্যোগ হল চাইল্ড কেয়ার সেন্টার, যা ডিজনিল্যান্ডের আদলে গড়ে তোলা—শিশু ক্যানসার রোগীদের জীবনে আনন্দ ও আশার রঙ আনতে। SGCCRI বিশ্বাস করে যে চিকিৎসার পাশাপাশি পরিবেশও নিরাময়ের এক গুরুত্বপূর্ণ অংশ।
advertisement
3/6
অসহায় ও আর্থিকভাবে দুর্বল ক্যানসার আক্রান্ত রোগীদের প্রতি মানবিক সেবার জন্য পরিচিত সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (SGCCRI) শিশু দিবস উপলক্ষ্যে  বিশেষ অনুষ্ঠান “EARN-A-SMILE 2.0” আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাঃ অর্ণব গুপ্ত, ডিরেক্টর, SGCCRI৷ অঞ্জন গুপ্ত, সেক্রেটারি এবং ডাঃ গৌতম ভট্টাচার্য।
অসহায় ও আর্থিকভাবে দুর্বল ক্যানসার আক্রান্ত রোগীদের প্রতি মানবিক সেবার জন্য পরিচিত সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (SGCCRI) শিশু দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান “EARN-A-SMILE 2.0” আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাঃ অর্ণব গুপ্ত, ডিরেক্টর, SGCCRI৷ অঞ্জন গুপ্ত, সেক্রেটারি এবং ডাঃ গৌতম ভট্টাচার্য।
advertisement
4/6
উদ্বোধনী ভাষণে ডাঃ অর্ণব গুপ্ত বলেন, “শিশুরাই SGCCRI-র স্বপ্ন ও দর্শনের কেন্দ্রবিন্দু। আমাদের প্রতিষ্ঠাতা ডাঃ সরোজ গুপ্ত বরাবর বিশ্বাস করতেন যে শুধুমাত্র বৈজ্ঞানিক চিকিৎসা নয়, শিশুদের জন্য মানসিকভাবে নিরাপদ ও আনন্দময় পরিবেশ তৈরি করাও অত্যন্ত জরুরি। আমরা প্রতিদিন সেই আশাব্যঞ্জক ও স্নেহময় পরিবেশ তৈরি করার চেষ্টা করি, যেখানে ছোট্ট রোগীরা ভয়ের বদলে আশার আলো দেখতে পায়।”
উদ্বোধনী ভাষণে ডাঃ অর্ণব গুপ্ত বলেন, “শিশুরাই SGCCRI-র স্বপ্ন ও দর্শনের কেন্দ্রবিন্দু। আমাদের প্রতিষ্ঠাতা ডাঃ সরোজ গুপ্ত বরাবর বিশ্বাস করতেন যে শুধুমাত্র বৈজ্ঞানিক চিকিৎসা নয়, শিশুদের জন্য মানসিকভাবে নিরাপদ ও আনন্দময় পরিবেশ তৈরি করাও অত্যন্ত জরুরি। আমরা প্রতিদিন সেই আশাব্যঞ্জক ও স্নেহময় পরিবেশ তৈরি করার চেষ্টা করি, যেখানে ছোট্ট রোগীরা ভয়ের বদলে আশার আলো দেখতে পায়।”
advertisement
5/6
উদ্বোধনের পর অতিথি ও শিশুদের নিয়ে আয়োজিত হয় আনন্দঘন কেক কাটার অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে ছিল রোগী ও সারভাইভারদের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘অভিসার’৷ এরপর পেশেন্ট নেভিগেটর কাকলি মণ্ডল ও প্রতিষ্ঠানের  ও ক্যানসার সারভাইভার অবন্তিকা সর্মা-র যুগল নৃত্য। সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানটির পরিকল্পনা ও দায়িত্বে ছিলেন পাপড়ি সাহা, আর্ট অ্যান্ড মিউজিক থেরাপিস্ট।
উদ্বোধনের পর অতিথি ও শিশুদের নিয়ে আয়োজিত হয় আনন্দঘন কেক কাটার অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে ছিল রোগী ও সারভাইভারদের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘অভিসার’৷ এরপর পেশেন্ট নেভিগেটর কাকলি মণ্ডল ও প্রতিষ্ঠানের ও ক্যানসার সারভাইভার অবন্তিকা সর্মা-র যুগল নৃত্য। সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানটির পরিকল্পনা ও দায়িত্বে ছিলেন পাপড়ি সাহা, আর্ট অ্যান্ড মিউজিক থেরাপিস্ট।
advertisement
6/6
অনুষ্ঠানের সমাপ্তি হয় শিশুদের জন্য জনপ্রিয় শিল্পী জোজো-র সুনন্দিত সংগীত পরিবেশনার মাধ্যমে। শিশুরা অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে পরিবেশনা উপভোগ করে।
অনুষ্ঠানের সমাপ্তি হয় শিশুদের জন্য জনপ্রিয় শিল্পী জোজো-র সুনন্দিত সংগীত পরিবেশনার মাধ্যমে। শিশুরা অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে পরিবেশনা উপভোগ করে।
advertisement
advertisement
advertisement