স্যান্টালম অ্যালবাম গাছ থেকে নিষ্কাশিত চন্দন তেল সারা বিশ্বে সৌন্দর্য পণ্যগুলির একটি মূল উপাদান হিসাবে ব্যবহৃত হয়। ছোটবেলা থেকেই ত্বক চর্চায় চন্দনের গুণাগুণের কথা বলতেন মা-ঠাকুমারা। সত্যিই এর জুড়ি নেই। গরমের এ সময়টাতে রূপচর্চা করার উপাদানগুলোতে শীতল ভাব থাকলে তা যেন বাড়তি পাওনা। চন্দন সেটাই করে। শুধু তাই নয়, ত্বকের অতিরিক্ত তেলও শুষে নেবে। অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করবে।