রান্নাঘরের সিঙ্ক, চপিং বোর্ড পরিষ্কার থেকে মুখের দুর্গন্ধ দূর-নুনের গুণের শেষ নেই

Last Updated:
Other usages of salt: জানেন কি রান্নার উপাদান ছাড়াও নুনের আরও অনেক রকম কার্যকারিতা আছে। হাজারো ঘরোয়া কাজে ব্যবহার করা হয় নুন
1/6
নুনের উপস্থিতি সব রান্নাঘরেই। মিষ্টি স্বাদ বাদে যে রান্নাই হোক না কেন, উপকরণে যতই পার্থক্য থাকুক না কেন, নুন দিতেই হবে। তবে জানেন কি রান্নার উপাদান ছাড়াও নুনের আরও অনেক রকম কার্যকারিতা আছে। হাজারো ঘরোয়া কাজে ব্যবহার করা য়ায নুন।
নুনের উপস্থিতি সব রান্নাঘরেই। মিষ্টি স্বাদ বাদে যে রান্নাই হোক না কেন, উপকরণে যতই পার্থক্য থাকুক না কেন, নুন দিতেই হবে। তবে জানেন কি রান্নার উপাদান ছাড়াও নুনের আরও অনেক রকম কার্যকারিতা আছে। হাজারো ঘরোয়া কাজে ব্যবহার করা য়ায নুন।
advertisement
2/6
রান্নাঘরের সিঙ্ক পরিষ্কার করা যে কোনও গৃহিণীর কাছেই ঝক্কির কাজ। দুর্গন্ধর হাত থেকে রেহাই পেতে, সিঙ্কের তেল-ময়লা দূর করতে নুন, ভিনিগার ও গরম জলের মিশ্রণ বানান। সেটা দিয়ে সিঙ্ক পরিষ্কার করুন। দুর্দান্ত ফল পাবেন।
রান্নাঘরের সিঙ্ক পরিষ্কার করা যে কোনও গৃহিণীর কাছেই ঝক্কির কাজ। দুর্গন্ধর হাত থেকে রেহাই পেতে, সিঙ্কের তেল-ময়লা দূর করতে নুন, ভিনিগার ও গরম জলের মিশ্রণ বানান। সেটা দিয়ে সিঙ্ক পরিষ্কার করুন। দুর্দান্ত ফল পাবেন।
advertisement
3/6
ফল ও তরিতরকারির খোসার দাগে চপিং বোর্ড খুব দ্রুত নোংরা হয়ে যায়। দাগ তুলতে ব্যবহার করুন লেবুর রস আর নুন। চোখের নিমেষে সব দাগ উঠে গিয়ে ঝকঝক করবে চপিং বোর্ড।
ফল ও তরিতরকারির খোসার দাগে চপিং বোর্ড খুব দ্রুত নোংরা হয়ে যায়। দাগ তুলতে ব্যবহার করুন লেবুর রস আর নুন। চোখের নিমেষে সব দাগ উঠে গিয়ে ঝকঝক করবে চপিং বোর্ড।
advertisement
4/6
পাত্র থেকে চা ও কফির দাগ তুলতে কাজে দেয় নুন। বাসন মাজার সাবানের সঙ্গে মিশিয়ে নিন নুন। তার পর সেই মিশ্রণ দিয়ে বাসন মাজুন। পুরনো বাসন চকচক করবে নতুনের মতো।
পাত্র থেকে চা ও কফির দাগ তুলতে কাজে দেয় নুন। বাসন মাজার সাবানের সঙ্গে মিশিয়ে নিন নুন। তার পর সেই মিশ্রণ দিয়ে বাসন মাজুন। পুরনো বাসন চকচক করবে নতুনের মতো।
advertisement
5/6
মুখের দুর্গন্ধ দূর করতেও নুন জুড়িহীন। এক কাপ জলে নুন ও বেকিং সোডার মিশ্রণ বানান। ওই মিশ্রণ দিয়ে বার বার কুলকুচি করে মুখ পরিষ্কার করুন। মুখের ও নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হবে জলদি।
মুখের দুর্গন্ধ দূর করতেও নুন জুড়িহীন। এক কাপ জলে নুন ও বেকিং সোডার মিশ্রণ বানান। ওই মিশ্রণ দিয়ে বার বার কুলকুচি করে মুখ পরিষ্কার করুন। মুখের ও নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হবে জলদি।
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement