হোম » ছবি » লাইফস্টাইল » প্রাচীন প্রথা ভেঙে লালের বদলে সব্যসাচীর পোশাকে বিয়ের আসরে কনে এ বার সমুদ্রসবুজ
প্রাচীন প্রথা ভেঙে লালের বদলে সব্যসাচীর পোশাকে বিয়ের আসরে কনে এ বার সমুদ্রসবুজ
Bangla Digital Desk
1/ 6
বিয়ের কনে মানেই লালরঙ? দীর্ঘ যুগ ধরে চলে আসা প্রাচীন রীতি ভাঙলেন হরিন্সি কৌর ৷ তিনি সাজলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের নকসায় তৈরি সমুদ্রসবুজ রঙা লেহঙ্গায় ৷ সোনালি জরির সঙ্গে গোলাপি, পিচ রঙা সুতোর ঠাসা বুননের কাজে সেই বিয়ের পোশাক এখন নেটমাধ্যমে বহু চর্চিত ৷
2/ 6
পোশাকের সঙ্গে কনের সাজও ছিল মানানসই ৷ সিঁথি জুড়ে চওড়া সিঁথিপাটি, বহুবর্ণিত চোকার, ভারী ঝুমকো, চূড়া, কুন্দনকাজের কলিরা ছিল সালঙ্কারা কনের অঙ্গে ৷ সিঁথিপাটি বা মাঙ্গটিকার সঙ্গে তাঁর মাথায় ছিল চওড়া আরও একটি গয়না ৷
3/ 6
পোশাক ও গয়না জমকালো হলেও হরিন্সি মেক আপ ছিল স্নিগ্ধ ৷ স্মোকি আইয়ের সঙ্গে বেছে নিয়েছিলেন খোঁপার মতো চিরন্তন কেশসজ্জা
4/ 6
কনের পাশাপাশি নজর কেড়ে নেয় বরের সাজও ৷ বেইজ রঙের শেরওয়ানি, পাগড়ির সঙ্গে ছিল গলায় তিন নরীর রত্নহার ৷
5/ 6
দিল্লির এক ফার্ম হাউসে বসেছিল এই রাজসিক বিয়ের আসর ৷ অনুষ্ঠানের প্যাস্টেল থিমের সঙ্গে মানানসই ছিল অতিথিদের পোশাকও ৷
6/ 6
মহিমা ভাটিয়া এবং হর্ষের মতো নামী আলোকচিত্রীরা ছিলেন বিয়ের আসরে ছবি তোলার দায়িত্বে ৷ নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তাঁরা শেয়ার করেছেন সমুদ্রসবুজ কনের ছবি ৷ সেখান থেকেই এখন সেগুলি হবু কনেদের আলোচনার কেন্দ্রে ৷
প্রাচীন প্রথা ভেঙে লালের বদলে সব্যসাচীর পোশাকে বিয়ের আসরে কনে এ বার সমুদ্রসবুজ
বিয়ের কনে মানেই লালরঙ? দীর্ঘ যুগ ধরে চলে আসা প্রাচীন রীতি ভাঙলেন হরিন্সি কৌর ৷ তিনি সাজলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের নকসায় তৈরি সমুদ্রসবুজ রঙা লেহঙ্গায় ৷ সোনালি জরির সঙ্গে গোলাপি, পিচ রঙা সুতোর ঠাসা বুননের কাজে সেই বিয়ের পোশাক এখন নেটমাধ্যমে বহু চর্চিত ৷
প্রাচীন প্রথা ভেঙে লালের বদলে সব্যসাচীর পোশাকে বিয়ের আসরে কনে এ বার সমুদ্রসবুজ
পোশাকের সঙ্গে কনের সাজও ছিল মানানসই ৷ সিঁথি জুড়ে চওড়া সিঁথিপাটি, বহুবর্ণিত চোকার, ভারী ঝুমকো, চূড়া, কুন্দনকাজের কলিরা ছিল সালঙ্কারা কনের অঙ্গে ৷ সিঁথিপাটি বা মাঙ্গটিকার সঙ্গে তাঁর মাথায় ছিল চওড়া আরও একটি গয়না ৷
প্রাচীন প্রথা ভেঙে লালের বদলে সব্যসাচীর পোশাকে বিয়ের আসরে কনে এ বার সমুদ্রসবুজ
মহিমা ভাটিয়া এবং হর্ষের মতো নামী আলোকচিত্রীরা ছিলেন বিয়ের আসরে ছবি তোলার দায়িত্বে ৷ নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তাঁরা শেয়ার করেছেন সমুদ্রসবুজ কনের ছবি ৷ সেখান থেকেই এখন সেগুলি হবু কনেদের আলোচনার কেন্দ্রে ৷