Rules for using Toothbrush: দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন একটিই ব্রাশ? জানেন কী হতে পারে, শুনলে চমকে উঠবেন

Last Updated:
Rules for using Toothbrush: দাঁত সুস্থ ও ঝকঝকে রাখতে বিশেষ নজর দিন ব্রাশেও, না হলেই বিপদ
1/6
দাঁতের উজ্জ্বলতা নিয়ে আমরা যতটা চিন্তিত, দাঁত পরিষ্কার করার টুথব্রাশ নিয়ে ততটাই উদাসীন! জানেন কি মারাত্মক ভুল করছেন
দাঁতের উজ্জ্বলতা নিয়ে আমরা যতটা চিন্তিত, দাঁত পরিষ্কার করার টুথব্রাশ নিয়ে ততটাই উদাসীন! জানেন কি মারাত্মক ভুল করছেন
advertisement
2/6
দাঁত মাজার ব্রাশ একেবারে ব্যবহারের অযোগ্য না হওয়া পর্যন্ত বদলানোর কথা অনেকেরই মাথায় আসে না। দাঁতের অযত্নের অন্যতম বড় কারণ হতে পারে এই পুরনো টুথ ব্রাশ ব্যবহার
দাঁত মাজার ব্রাশ একেবারে ব্যবহারের অযোগ্য না হওয়া পর্যন্ত বদলানোর কথা অনেকেরই মাথায় আসে না। দাঁতের অযত্নের অন্যতম বড় কারণ হতে পারে এই পুরনো টুথ ব্রাশ ব্যবহার
advertisement
3/6
প্রতি দুই থেকে তিন মাস অন্তর দাঁত মাজার ব্রাশ বদলানো উচিত বলেই মত চিকিৎসকদের। দন্ত চিকিৎসক শান্তনু পান জানান, কিভাবে টুথব্রাশ ব্যবহার করা হচ্ছে তার উপরও নির্ভর করে ব্রাশ বদলানো সময়
প্রতি দুই থেকে তিন মাস অন্তর দাঁত মাজার ব্রাশ বদলানো উচিত বলেই মত চিকিৎসকদের। দন্ত চিকিৎসক শান্তনু পান জানান, কিভাবে টুথব্রাশ ব্যবহার করা হচ্ছে তার উপরও নির্ভর করে ব্রাশ বদলানো সময়
advertisement
4/6
কোন অসুস্থতা বিশেষ করে ভাইরাল রোগ থেকে সরে উঠার পর অবশ্যই টুথব্রাশ বদলে ফেলা জরুরী। কারণ রোগ সেরে গেলেও রোগের জীবাণু লেগে থাকতে পারে টুথব্রাশে
কোন অসুস্থতা বিশেষ করে ভাইরাল রোগ থেকে সরে উঠার পর অবশ্যই টুথব্রাশ বদলে ফেলা জরুরী। কারণ রোগ সেরে গেলেও রোগের জীবাণু লেগে থাকতে পারে টুথব্রাশে
advertisement
5/6
যদি সকলের সঙ্গে এক জায়গায় রাখতে হয় টুথব্রাশ, সে ক্ষেত্রে ঢেকে রাখা উচিত। বেসিনের পাশে বা বাথরুমেও ব্রাশ রাখা ভাল অভ্যাস নয়। জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে
যদি সকলের সঙ্গে এক জায়গায় রাখতে হয় টুথব্রাশ, সে ক্ষেত্রে ঢেকে রাখা উচিত। বেসিনের পাশে বা বাথরুমেও ব্রাশ রাখা ভাল অভ্যাস নয়। জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে
advertisement
6/6
সপ্তাহে অন্তত একবার টুথব্রাশ ব্যবহার করার আগে উষ্ণ গরম জলে ডুবিয়ে ধুয়ে নিন । দাঁতকে সুস্থ সবল রাখতে টুথব্রাশের দিকে নজর রাখাও জরুরী
সপ্তাহে অন্তত একবার টুথব্রাশ ব্যবহার করার আগে উষ্ণ গরম জলে ডুবিয়ে ধুয়ে নিন । দাঁতকে সুস্থ সবল রাখতে টুথব্রাশের দিকে নজর রাখাও জরুরী
advertisement
advertisement
advertisement