গোলাপ গাছের ত্রিসীমানায় ঘেঁষবে না 'পোকা'...! রসুন-গুঁড়ো দিয়ে করুন ছোট্ট কাজ, প্রাকৃতিক 'সালফার' তাড়াবে শত্রুদের, ফুলে ফুলে ভরবে গাছ!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Rose Gardening: গোলাপ ফুল যেমন বাগানের সৌন্দর্যে মুহূর্তের মধ্যে চার চাঁদ নামিয়ে আনে ঠিক তেমনই পোকামাকড় ও ছত্রাকদের চুম্বকের মতো টানে এই ফুলগাছ। তবুও খুব কম মালিই চান গাছে রাসায়নিক স্প্রে করতে। কিন্তু পোকামাকড় হল গোলাপ গাছের চিরশত্রু । তাই গোলাপ গাছ পোকামাকড় মুক্ত করা জরুরি। নইলে ফুল ফোটা শুধু বন্ধই হয়ে যায় না, গাছও নিমেষে শুকিয়ে যায়। কিন্তু জানেন কি কিছু সহজ প্রাকৃতিক উপাদান এক্ষেত্রে ম্যাজিকে কাজ করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রসুন-জল স্প্রে কীভাবে তৈরি এবং ব্যবহার করবেন?প্রতি লিটার পরিষ্কার জলে ৩-৪টি তাজা রসুনের কোয়া দিন। অ্যালিসিন নিঃসরণ করার জন্য কোয়াগুলিকে গুঁড়ো বা সূক্ষ্মভাবে কুঁচি করে নিন, তারপর ১২-২৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর দ্রবণ স্প্রেয়ারে আটকে যাওয়া এড়াতে সূক্ষ্ম জাল বা মসলিনের পাতলা কাপড়ের মধ্য দিয়ে ছেঁকে নিন।
advertisement
advertisement
শুকনো পাতায় ভোরে বা সন্ধ্যায় এটি স্প্রে করুন, যেখানে পোকামাকড় লুকিয়ে থাকে, তার নীচের দিকে এর প্রলেপ দিন। বৃষ্টির পরে সাপ্তাহিকভাবে আবার প্রয়োগ করুন। প্রথমে একটি ছোট প্যাচ পরীক্ষা করুন, বিশেষ করে তাপপ্রবাহে, এবং পাতা ঝলসানোর ঝুঁকি কমাতে সরাসরি দুপুরের রোদে এই স্প্রে করা এড়িয়ে চলুন। গাছে কাছে আসা পোকামাকড়দের রক্ষা করার জন্য নজলটিকে সম্পূর্ণ ফোটা ফুল থেকে দূরে রাখুন।
advertisement
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
