Room Decor Tips: নতুন ঘরে পর্দা লাগানোর আগে এই বিষয়গুলোর মাথায় রাখতেই হবে, না হলে গৃহসজ্জা হবে সুপার ফ্লপ

Last Updated:
বাজারের অনেক রঙের পর্দার ভিড়ে, কোনটা যে আপনার ঘরের দেয়ালে মানাবে, আর কোনটা দেখাবে বেমানান, এই নিয়ে দ্বিধা-দ্বন্দে পড়ে যেতে হয় মাঝে মাঝে। 
1/6
পর্দা ছাড়া ঘরের সৌন্দর্য অপূর্ণই রয়ে যায়। আর সেই পর্দা যদি হয় ঘরের দেওয়ালের সঙ্গে মানানসই, তবে তো কথাই নেই!
পর্দা ছাড়া ঘরের সৌন্দর্য অপূর্ণই রয়ে যায়। আর সেই পর্দা যদি হয় ঘরের দেওয়ালের সঙ্গে মানানসই, তবে তো কথাই নেই!
advertisement
2/6
বাজারের অনেক রঙের পর্দার ভিড়ে, কোনটা যে আপনার ঘরের দেওয়ালে মানাবে, আর কোনটা দেখাবে বেমানান, এই নিয়ে দ্বিধা-দ্বন্দে পড়ে যেতে হয় মাঝে মাঝে।
বাজারের অনেক রঙের পর্দার ভিড়ে, কোনটা যে আপনার ঘরের দেওয়ালে মানাবে, আর কোনটা দেখাবে বেমানান, এই নিয়ে দ্বিধা-দ্বন্দে পড়ে যেতে হয় মাঝে মাঝে।
advertisement
3/6
ঘরের দেওয়াল ও আসবাবের রঙের সঙ্গে মিল রেখে পর্দার রং নির্বাচন করা উচিত। ঘরের দেওয়ালের রঙের মতো একই রং কিংবা গাঢ রঙের পর্দা বেশ মানানসই হতে পারে।ও
ঘরের দেওয়াল ও আসবাবের রঙের সঙ্গে মিল রেখে পর্দার রং নির্বাচন করা উচিত। ঘরের দেওয়ালের রঙের মতো একই রং কিংবা গাঢ রঙের পর্দা বেশ মানানসই হতে পারে।ও
advertisement
4/6
যদি ঘরের সাজসজ্জায় আধুনিকতা ও গাম্ভীর্য আনতে চান, তাহলে হালকা এক রঙের লাইন চেক বা জ্যামিতিক প্যাটার্ন ব্যবহার করতে পারেন।
যদি ঘরের সাজসজ্জায় আধুনিকতা ও গাম্ভীর্য আনতে চান, তাহলে হালকা এক রঙের লাইন চেক বা জ্যামিতিক প্যাটার্ন ব্যবহার করতে পারেন।
advertisement
5/6
দেওয়ালের আকৃতি এবং রঙ বুঝে বাদামী, লালচে কমলা, মেরুন কিংবা চকোলেট রঙের প্রিন্টের পর্দাও ঘরের সঙ্গে মানানসই হতে পারে।
দেওয়ালের আকৃতি এবং রঙ বুঝে বাদামী, লালচে কমলা, মেরুন কিংবা চকোলেট রঙের প্রিন্টের পর্দাও ঘরের সঙ্গে মানানসই হতে পারে।
advertisement
6/6
বেড রুমের দেওয়ালের জন্য চাই কিছুটা ভারী, তবে সুতি কাপড়ের পর্দা। একদিকে যেমন বাতাসের আনা-গোনা চাই, তেমনি গোপনীয়তা রক্ষাও পাবে সমান গুরুত্ব।
বেড রুমের দেওয়ালের জন্য চাই কিছুটা ভারী, তবে সুতি কাপড়ের পর্দা। একদিকে যেমন বাতাসের আনা-গোনা চাই, তেমনি গোপনীয়তা রক্ষাও পাবে সমান গুরুত্ব।
advertisement
advertisement
advertisement