Roof Top Garden: ছাদ বাগান সাজিয়ে তুলবেন কী কী গাছে? রইল তালিকা

Last Updated:
সব থেকে ভাল হল ছাদে ওষধিগুণ বিশিষ্টগাছ লাগানো। অ্যালোভেরা, তুলসি, থানকুনি, চিরতার মত গাছ ছাদে ভাল হয়
1/6
বাড়ির ছাদ সুন্দর করতে ছাদ বাগান বানাতে চান? কিন্তু কি গাছ লাগাবেন বুঝতে পারছেন না? রইল গাছের খোঁজ।
বাড়ির ছাদ সুন্দর করতে ছাদ বাগান বানাতে চান? কিন্তু কি গাছ লাগাবেন বুঝতে পারছেন না? রইল গাছের খোঁজ।
advertisement
2/6
বাড়ির ছাদে খুব নরম প্রকৃতির গাছ লাগাবেন না। ছাদের প্রখর রৌদ্র নরম প্রকৃতির গাছ সহ্য করতে পারে না। সে ক্ষেত্রে বড় গাছের বনসাই লাগানো ভাল।
বাড়ির ছাদে খুব নরম প্রকৃতির গাছ লাগাবেন না। ছাদের প্রখর রৌদ্র নরম প্রকৃতির গাছ সহ্য করতে পারে না। সে ক্ষেত্রে বড় গাছের বনসাই লাগানো ভাল।
advertisement
3/6
যে-কোনওরকম ফুল যেমন গোলাপ, বেলী, টগর, জুঁই, গন্ধরাজ, জবা, জারবেরা গাছ লাগাতে পারেন। এছাড়াও লাগাতে পারেন ধনেপাতা, পুদিনাপাতা, কারিপাতার গাছ‌।
যে-কোনওরকম ফুল যেমন গোলাপ, বেলী, টগর, জুঁই, গন্ধরাজ, জবা, জারবেরা গাছ লাগাতে পারেন। এছাড়াও লাগাতে পারেন ধনেপাতা, পুদিনাপাতা, কারিপাতার গাছ‌।
advertisement
4/6
পেয়ারা, বারোমাসে লেবু (কাগজি, সিডলেস, এলাচি), মালটা, কমলা, কুল (টক ও মিষ্টি), ডালিম, ড্রাগন ফ্রুটের গাছ লাগাতে পারেন ছাদে।
পেয়ারা, বারোমাসে লেবু (কাগজি, সিডলেস, এলাচি), মালটা, কমলা, কুল (টক ও মিষ্টি), ডালিম, ড্রাগন ফ্রুটের গাছ লাগাতে পারেন ছাদে।
advertisement
5/6
ক্যাপসিকাম, শিম, শসা, উচ্ছে, পটল, লাউ, ব্রোকলি গাছ ছাদে লাগানো যায়। পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ গাছও লাগাতে পারেন।
ক্যাপসিকাম, শিম, শসা, উচ্ছে, পটল, লাউ, ব্রোকলি গাছ ছাদে লাগানো যায়। পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ গাছও লাগাতে পারেন।
advertisement
6/6
সব থেকে ভাল হল ছাদে ওষধিগুণ বিশিষ্টগাছ লাগানো। অ্যালোভেরা, তুলসি, থানকুনি, চিরতার মত গাছ ছাদে ভাল হয়।
সব থেকে ভাল হল ছাদে ওষধিগুণ বিশিষ্টগাছ লাগানো। অ্যালোভেরা, তুলসি, থানকুনি, চিরতার মত গাছ ছাদে ভাল হয়।
advertisement
advertisement
advertisement