Kaushiki Amavasya 2023: কৌশিকী অমাবস্যায় সকাল থেকেই মহাযজ্ঞের আয়োজন শুরু মহাশ্মশানে, ভক্তের ঢল তারাপীঠে

Last Updated:
Kaushiki Amavasya 2023: একদিকে যখন তারাপীঠ মন্দিরে মা তারার পূজার্চনা চলছে ঠিক তার উল্টোদিকে তারাপীঠ মহাশ্মশানেও সকাল থেকেই বিশেষ হোম যজ্ঞের আয়োজন শুরু হয়েছে।
1/9
সকাল থেকে সাড়ম্বরে পালিত হচ্ছে তারাপীঠের কৌশিকী অমাবস্যা । (রিপোর্টিং-সৌভিক রায়)
সকাল থেকে সাড়ম্বরে পালিত হচ্ছে তারাপীঠের কৌশিকী অমাবস্যা । (রিপোর্টিং-সৌভিক রায়)
advertisement
2/9
দূরদূরান্ত থেকে আগত হাজার হাজার দর্শনার্থীরা সকাল থেকে ভিড় জমাচ্ছে মা তারার মন্দিরে।
দূরদূরান্ত থেকে আগত হাজার হাজার দর্শনার্থীরা সকাল থেকে ভিড় জমাচ্ছে মা তারার মন্দিরে।
advertisement
3/9
 সকালবেলায় মায়ের মঙ্গল আরতির পর শুরু হয়েছে মায়ের পূজার্চনা। মা তারা-কে সকালে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে পূজা শুরু হয়েছে।
সকালবেলায় মায়ের মঙ্গল আরতির পর শুরু হয়েছে মায়ের পূজার্চনা। মা তারা-কে সকালে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে পূজা শুরু হয়েছে।
advertisement
4/9
সকাল থেকেই লম্বা লাইন পড়েছে দর্শনার্থীদের মায়ের পুজো দেওয়ার জন্য।
সকাল থেকেই লম্বা লাইন পড়েছে দর্শনার্থীদের মায়ের পুজো দেওয়ার জন্য।
advertisement
5/9
 কথিত আছে সাধক বামাক্ষ্যাপা তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমুল বৃক্ষের তলায় বহু সাধনার পর মা তারার আবির্ভাব পান। তবে থেকেই এই বিশেষ দিনকে কৌশিকী অমাবস্যা নামে পালিত করা হচ্ছে।
কথিত আছে সাধক বামাক্ষ্যাপা তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমুল বৃক্ষের তলায় বহু সাধনার পর মা তারার আবির্ভাব পান। তবে থেকেই এই বিশেষ দিনকে কৌশিকী অমাবস্যা নামে পালিত করা হচ্ছে।
advertisement
6/9
দ্বারকা নদীতে স্নান করে আজকের এই বিশেষ দিনে মায়ের পুজো দিলে সকলের মনস্কামনা পূর্ণ হয় এমনই মনে করেন সকলে।
দ্বারকা নদীতে স্নান করে আজকের এই বিশেষ দিনে মায়ের পুজো দিলে সকলের মনস্কামনা পূর্ণ হয় এমনই মনে করেন সকলে।
advertisement
7/9
একদিকে যখন তারাপীঠ মন্দিরে মা তারার পূজার্চনা চলছে ঠিক তার উল্টোদিকে তারাপীঠ মহাশ্মশানেও সকাল থেকেই বিশেষ হোম যজ্ঞের আয়োজন শুরু হয়েছে।
একদিকে যখন তারাপীঠ মন্দিরে মা তারার পূজার্চনা চলছে ঠিক তার উল্টোদিকে তারাপীঠ মহাশ্মশানেও সকাল থেকেই বিশেষ হোম যজ্ঞের আয়োজন শুরু হয়েছে।
advertisement
8/9
 বহু দূর-দূরান্ত থেকে আগত তন্ত্র সাধকরা এসে আজকের এই বিশেষ দিনে সকাল থেকেই যজ্ঞ শুরু করেছেন।
বহু দূর-দূরান্ত থেকে আগত তন্ত্র সাধকরা এসে আজকের এই বিশেষ দিনে সকাল থেকেই যজ্ঞ শুরু করেছেন।
advertisement
9/9
সারারাত আজকে একদিকে যখন মায়ের গর্ভগৃহ খোলা থাকবে দর্শনার্থীদের জন্য ঠিক উল্টোদিকে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করা হবে।
সারারাত আজকে একদিকে যখন মায়ের গর্ভগৃহ খোলা থাকবে দর্শনার্থীদের জন্য ঠিক উল্টোদিকে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করা হবে।
advertisement
advertisement
advertisement