Rice Water in Weight Lose and Blood Sugar Control: ব্লাড সুগারে অব্যর্থ! ওজন কমাতে ধন্বন্তরি! শুধু না ফেলে চুমুক দিন ভাতের ফ্যানে

Last Updated:
Rice Water in Weight Lose and Blood Sugar Control: বহু জায়গাতেই ভাতের ফ্যান ডায়েটে রাখা হয়। বিশেষ করে ওজন কমাতে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরা এই তরল জুড়িহীন
1/7
 অনটনের সংসারে ভাতের ফ্যানটুকুও অনাহারী মুখে হাসি ফোটায়। ভাতের বদলে ফ্যান দিয়েই হয় অন্নসংস্থান। অনেকেই বলেন ভাতের তুলনায় এর ফ্যান অনেক বেশি উপকারী।
অনটনের সংসারে ভাতের ফ্যানটুকুও অনাহারী মুখে হাসি ফোটায়। ভাতের বদলে ফ্যান দিয়েই হয় অন্নসংস্থান। অনেকেই বলেন ভাতের তুলনায় এর ফ্যান অনেক বেশি উপকারী।
advertisement
2/7
বহু জায়গাতেই ভাতের ফ্যান ডায়েটে রাখা হয়। বিশেষ করে ওজন কমাতে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরা এই তরল জুড়িহীন। বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর সাভালিয়া।
বহু জায়গাতেই ভাতের ফ্যান ডায়েটে রাখা হয়। বিশেষ করে ওজন কমাতে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরা এই তরল জুড়িহীন। বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর সাভালিয়া।
advertisement
3/7
রান্নার সময় চাল থেকে ভিটামিন বি-১, বি-২, বি-৬ এবং বি-৯ মিশে যায় জলে। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের মতো খনিজও মেশে রান্নার জলে। সেটাই ভাত হওয়ার পর ফ্যানে রূপান্তরিত হয়।
রান্নার সময় চাল থেকে ভিটামিন বি-১, বি-২, বি-৬ এবং বি-৯ মিশে যায় জলে। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের মতো খনিজও মেশে রান্নার জলে। সেটাই ভাত হওয়ার পর ফ্যানে রূপান্তরিত হয়।
advertisement
4/7
পুষ্টিগুণে ভরা ভাতের ফ্যানে ক্যালরি খুবই কম। এর রেজিস্টান্স স্টার্চ ও ফাইবার শরীরে জন্য উপকারী।
পুষ্টিগুণে ভরা ভাতের ফ্যানে ক্যালরি খুবই কম। এর রেজিস্টান্স স্টার্চ ও ফাইবার শরীরে জন্য উপকারী।
advertisement
5/7
শরীরকে হাইড্রেটেট রাখে ভাতের ফ্যান। মেটাবলিজন রেট বাড়িয়ে নিয়ন্ত্রণ করে বাড়তি ওজন।
শরীরকে হাইড্রেটেট রাখে ভাতের ফ্যান। মেটাবলিজন রেট বাড়িয়ে নিয়ন্ত্রণ করে বাড়তি ওজন।
advertisement
6/7
ইনসুলিন সেন্সিটিভিটির জন্য ভাতের ফ্যান বশে রাখে ব্লাড সুগারও। তাই ফ্যান ফেলে না দিয়ে পান করুন। মিশিয়ে নিতে পারেন লেবুর রস।
ইনসুলিন সেন্সিটিভিটির জন্য ভাতের ফ্যান বশে রাখে ব্লাড সুগারও। তাই ফ্যান ফেলে না দিয়ে পান করুন। মিশিয়ে নিতে পারেন লেবুর রস।
advertisement
7/7
বৈচিত্র আনতে চাইলে ভাতের ফ্যান দিয়ে স্যুপ বানাতে পারেন। অন্য রান্নাতেও দিতে পারেন কুকিং স্টক হিসেবে।
বৈচিত্র আনতে চাইলে ভাতের ফ্যান দিয়ে স্যুপ বানাতে পারেন। অন্য রান্নাতেও দিতে পারেন কুকিং স্টক হিসেবে।
advertisement
advertisement
advertisement