Rice Benefits: দু-বেলা ভাত খেয়েও কিন্তু রোগা থাকা সম্ভব! শুধু মানতে হবে এই কয়েকটি টিপস...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Rice Benefits: গবেষণা বলছে দু-বেলা ভাত খেয়েও ওজন কমানো সম্ভব। শুধু কয়েকটা নিয়ম মানলেই কেল্লাফতে।
ডায়েটের ক্ষেত্রে অনেকেই সবার আগে খাবারের তালিকা থেকে বাদ দেন ভাত। কিন্তু গবেষণা বলছে দু-বেলা ভাত খেয়েও ওজন কমানো সম্ভব। শুধু কয়েকটা নিয়ম মানলেই কেল্লাফতে। তাহলেই আর বাদ দিতে হবে না ভাত। দেখুন কী ভাবে খাবেন ভাত।
advertisement
একটা নির্দিষ্ট মাপের মধ্যে নিয়ে আসতে হবে খাওয়া। সেটা হতে পারে এক কাপ কিংবা দেড় কাপ। যেটুকু ভাত খাবেন, ঠিক সমপরিমাণ কাঁচা সবজির সালাড খেতে হবে। এই সালাডে শশা, টমেটো, বাঁধাকপি, গাজর এমন ভিটামিনযুক্ত রাখতে পারেন।
advertisement
শুধু ভাত পরিমানে অল্প খেলেই চলবে না, শরীর সুস্থ রাখার জন্য দরকার ব্যায়ামও। বিশেষ কোনও এক্সারসাইজ নয় তবে শুরু করতে পারেন পুশ আপ, স্কোয়াট, লাঞ্জ জাতীয় ব্যায়াম দিয়ে।
advertisement
আবার ভাত ঘুম দেওয়া যাবে না। দুপুর বা রাতে ভাত খাওয়ার আধঘণ্টা পর ২০ থেকে ৩০ মিনিট হাঁটাহাঁটি করে নিতে হবে। তারপরেই বিশ্রাম বা ঘুম।
advertisement
রাতে ভাত খেলেও খেতে হবে সামান্য। দিলের বেলা মেটাবলিজ়মের হার থাকে বেশি। ফলে হজম হয় তাড়াতাড়ি। সাদা ভাতের গ্লাইসেমিক ইনডেক্স বেশি হওয়া সত্ত্বেও তা রক্তে শর্করার পরিমাণ বাড়ায় না।
advertisement
ভাতের সঙ্গে পদ হিসেবে আলু, বা আলুর তরকারি বাদ দিতে পারেন। তার বদলে বেশি পরিমাণে টাটকা সবজি ও শাক খেতে হবে। ডালও রাখতে পারেন। তবে ভাজাভুজি একেবারেই নয়।
advertisement
বড় প্লেটে নয়, ছোট বাটিতে ভাত খাওয়া ভাল। যাঁরা বেশি ভাত খান, তাঁরা চামচে করেও খান। চামচে ভাত উঠবে অল্প ও একটা সময়ের পরে খেতে ক্লান্তি জন্মাবে।
advertisement