রোদে ভাজা ভাজা? ট্যান রিমুভ করুন মাত্র ১০ মিনিটে! গরমেও 'গ্লো' করবে ত্বক...মাখুন ঘরের এই জিনিস!

Last Updated:
How To Remove Tan In Summer: বাইরে বেরোতেই হয়? বাজার করা থেকে শুরু করে আরও অন্যান্য কাজ করতেই হয়। এছাড়া যাঁরা নিয়মিত অফিস যান, তাঁদের তো বাইরে বেরোতেই হয়। ফলে এই গরমে সূর্যের কড়া রোদে ট্যান রিমুভ করতে পারবেন সামান্য জিনিসে। 
1/6
সামনে আসছে গ্রীষ্মকাল। রোদে পুড়ে ট্যান পড়বে সকলের। তবে গায়ের এই ট্যান পড়ার আগে সচেতন হোন। প্রাকৃতিক উপায়ে নিজেকে রাখুন সুন্দর। বাড়ির সামান্য কয়েকটা উপাদান দিয়ে নিজেকে সান ট্যান থেকে মুক্তি দিন। কীভাবে বানাবেন বিশেষ প্যাক? জানুন বিস্তারিত। বসে হাত পায়ের ট্যান তোলার সহজ উপায় জেনে নিন।
সামনে আসছে গ্রীষ্মকাল। রোদে পুড়ে ট্যান পড়বে সকলের। তবে গায়ের এই ট্যান পড়ার আগে সচেতন হোন। প্রাকৃতিক উপায়ে নিজেকে রাখুন সুন্দর। বাড়ির সামান্য কয়েকটা উপাদান দিয়ে নিজেকে সান ট্যান থেকে মুক্তি দিন। কীভাবে বানাবেন বিশেষ প্যাক? জানুন বিস্তারিত। বসে হাত পায়ের ট্যান তোলার সহজ উপায় জেনে নিন।
advertisement
2/6
বাইরে বেরোতেই হয়? বাজার করা থেকে শুরু করে আরও অন্যান্য কাজ করতেই হয়। এছাড়া যাঁরা নিয়মিত অফিস যান, তাঁদের তো বাইরে বেরোতেই হয়। ফলে এই গরমে সূর্যের কড়া রোদে ট্যান রিমুভ করতে পারবেন সামান্য জিনিসে।
বাইরে বেরোতেই হয়? বাজার করা থেকে শুরু করে আরও অন্যান্য কাজ করতেই হয়। এছাড়া যাঁরা নিয়মিত অফিস যান, তাঁদের তো বাইরে বেরোতেই হয়। ফলে এই গরমে সূর্যের কড়া রোদে ট্যান রিমুভ করতে পারবেন সামান্য জিনিসে।
advertisement
3/6
ট্যান পড়লে বাড়ির রান্না ঘরে থাকা বেসন আর কাঁচা হলুদে নিমেষে তুলে ফেলতে পারবেন। হাতে ও পায়ে ট্যান পড়লে বেসন ও কাঁচা হলুদের প্যাক লাগাতেই পারেন। পাশাপাশি মুখেও এই প্যাক লাগাতে পারবেন।একটি পাত্রে বেসন নিয়ে। সামান্য পরিমাণ কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিয়ে মিশিয়ে দিতে টক দই। এরপর সেই মিশ্রণ হাতে, পায়ে ও গলায় ভালো করে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। মুছে যাবে সান ট্যান।
ট্যান পড়লে বাড়ির রান্না ঘরে থাকা বেসন আর কাঁচা হলুদে নিমেষে তুলে ফেলতে পারবেন। হাতে ও পায়ে ট্যান পড়লে বেসন ও কাঁচা হলুদের প্যাক লাগাতেই পারেন। পাশাপাশি মুখেও এই প্যাক লাগাতে পারবেন।একটি পাত্রে বেসন নিয়ে। সামান্য পরিমাণ কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিয়ে মিশিয়ে দিতে টক দই। এরপর সেই মিশ্রণ হাতে, পায়ে ও গলায় ভালো করে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। মুছে যাবে সান ট্যান।
advertisement
4/6
বিউটিশিয়ান স্বাগতা দাস জানিয়েছেন, শুধু বেসন কিংবা কাঁচা হলুদ দিয়ে নয়। টক দইতে মিলবে ঝকঝকে জেল্লা। টক দই যেমন ট্যান দূর করতেও কাজে দেয় আবার ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্যেও বেশ বেশ কার্যকরী হয়ে ওঠে। তাই এই টক দই ফেসপ্যাক বানিয়ে লাগাতে পারেন এই গরমে।
বিউটিশিয়ান স্বাগতা দাস জানিয়েছেন, শুধু বেসন কিংবা কাঁচা হলুদ দিয়ে নয়। টক দইতে মিলবে ঝকঝকে জেল্লা। টক দই যেমন ট্যান দূর করতেও কাজে দেয় আবার ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্যেও বেশ বেশ কার্যকরী হয়ে ওঠে। তাই এই টক দই ফেসপ্যাক বানিয়ে লাগাতে পারেন এই গরমে।
advertisement
5/6
এছাড়াও বাড়িতে থাকা মসুর ডাল ত্বকের জন্য খুব উপকারী। মসুর ডাল ত্বকের যত্ন নেওয়ার জন্য উপকারী। এই মসুর ডাল আপনি ত্বকের যত্ন নিতে ব্যবহারও করতে পারেন। বিশেষজ্ঞজের মতে, প্রাকৃতিক ক্লিনজার ও এক্সফোলিয়েটর হিসেবে এই মুসুর ডাল বেশ কার্যকরী।
এছাড়াও বাড়িতে থাকা মসুর ডাল ত্বকের জন্য খুব উপকারী। মসুর ডাল ত্বকের যত্ন নেওয়ার জন্য উপকারী। এই মসুর ডাল আপনি ত্বকের যত্ন নিতে ব্যবহারও করতে পারেন। বিশেষজ্ঞজের মতে, প্রাকৃতিক ক্লিনজার ও এক্সফোলিয়েটর হিসেবে এই মুসুর ডাল বেশ কার্যকরী।
advertisement
6/6
তবে বাইরে বেরনোর আগে অবশ্যই মুখে ও হাতে-পায়ে সানস্ক্রিন লাগিয়ে বেরোতে হবে। মেঘলা দিনেও সানস্ক্রিন লাগিয়ে বেরোবেন। সকালে বেরনোর আগে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।
তবে বাইরে বেরনোর আগে অবশ্যই মুখে ও হাতে-পায়ে সানস্ক্রিন লাগিয়ে বেরোতে হবে। মেঘলা দিনেও সানস্ক্রিন লাগিয়ে বেরোবেন। সকালে বেরনোর আগে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।
advertisement
advertisement
advertisement