রোদে ভাজা ভাজা? ট্যান রিমুভ করুন মাত্র ১০ মিনিটে! গরমেও 'গ্লো' করবে ত্বক...মাখুন ঘরের এই জিনিস!
- Reported by:Ranjan Chanda
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
How To Remove Tan In Summer: বাইরে বেরোতেই হয়? বাজার করা থেকে শুরু করে আরও অন্যান্য কাজ করতেই হয়। এছাড়া যাঁরা নিয়মিত অফিস যান, তাঁদের তো বাইরে বেরোতেই হয়। ফলে এই গরমে সূর্যের কড়া রোদে ট্যান রিমুভ করতে পারবেন সামান্য জিনিসে।
advertisement
advertisement
ট্যান পড়লে বাড়ির রান্না ঘরে থাকা বেসন আর কাঁচা হলুদে নিমেষে তুলে ফেলতে পারবেন। হাতে ও পায়ে ট্যান পড়লে বেসন ও কাঁচা হলুদের প্যাক লাগাতেই পারেন। পাশাপাশি মুখেও এই প্যাক লাগাতে পারবেন।একটি পাত্রে বেসন নিয়ে। সামান্য পরিমাণ কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিয়ে মিশিয়ে দিতে টক দই। এরপর সেই মিশ্রণ হাতে, পায়ে ও গলায় ভালো করে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। মুছে যাবে সান ট্যান।
advertisement
advertisement
advertisement









