Remove Sun Tan Instantly: রোদে তেতেপুড়ে মুখ-হাত-পায়ে কালো দাগ-ছোপ? দামি কসমেটিক্স আর নয়, এই ঘরোয়া উপায়ে 'সান-ট্যান' দূর হবে নিমেষে, খরচ ১০ টাকা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সান ট্যান দূর করতে অনেকেই নামীদামি কসমেটিক্স ব্যবহার করেন কিংবা স্যালোঁতে খরচা করেন গাদাগাদা টাকা। কিন্তু মাথায় রাখবেন, সব কসমেটিক্সেই কেমিক্যাল থাকে। তার চেয়ে বরং ঘরোয়া উপায়ে ট্যান দূর করুন নিমেষে, খরচ নামমাত্র, জেনে নিন পদ্ধতি--
দু'দিন বৃষ্টিতে আবহাওয়া খানিক ঠান্ডা হলেও, ফের শুরু হয়েছে সূর্যের স্নেহবর্ষণ। সকাল থেকেই গনগনে রোদ। বেলকা বাড়তেই বাড়ির বাইরে টেকা দায়। যেন আগুন জ্বলছে চারপাশে। তীব্র দাবদাহে ত্বক বেচারা জ্বলে-পুড়ে একশা! মুখ-হাত-পায়ে কালো-কালো দাগছোপ। সান ট্যান দূর করতে অনেকেই নামীদামি কসমেটিক্স ব্যবহার করেন কিংবা স্যালোঁতে খরচা করেন গাদাগাদা টাকা। কিন্তু মাথায় রাখবেন, সব কসমেটিক্সেই কেমিক্যাল থাকে। তার চেয়ে বরং ঘরোয়া উপায়ে ট্যান দূর করুন নিমেষে, খরচ নামমাত্র, জেনে নিন পদ্ধতি--
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement