রাখিতে বোনকে উপহার দিন এই আকর্ষণীয় ইলেকট্রনিক গ্যাজেটগুলি

Last Updated:
1/8
• আজকালকার জেনেরেশন মানেই কমবেশি টেকস্যাভি ৷ ইলেকট্রনিক্স জিনিস হাতে পেলে তাঁদের আর পায় কে ? তাই রাখিতে বোনকে খুশি করতে এটাই হবে আপনার দেওয়া সেরা উপহার ৷ বাজর চলতি এই গ্যাজেটগুলির মধ্যে একটা বেছে নিতে পারেন রাখির উপহার হিসেবে ৷
• আজকালকার জেনেরেশন মানেই কমবেশি টেকস্যাভি ৷ ইলেকট্রনিক্স জিনিস হাতে পেলে তাঁদের আর পায় কে ? তাই রাখিতে বোনকে খুশি করতে এটাই হবে আপনার দেওয়া সেরা উপহার ৷ বাজর চলতি এই গ্যাজেটগুলির মধ্যে একটা বেছে নিতে পারেন রাখির উপহার হিসেবে ৷
advertisement
2/8
• Amazon Echo Dot: এই হ্যান্ডস-ফ্রি স্মার্ট স্পিকারটি উপহার দিতে পারেন বোনকে ৷ আর্টিফিসিয়াল ইনটালিজেন্স আলেক্সার সঙ্গে যুক্ত করা যায় এটি ৷ গান বাজানো থেকে শুরু করে, ফোন করা, আবহাওয়ার হাল হকিকত জেনে নেওয়া, অ্যালার্ম দেওয়া, স্মার্ট হোম ডিভাইস কন্ট্রোল করা যাবে এই Amazon Echo Dot-এর মাধ্যমে ৷ এ দাম ৪০৯৯ টাকা ৷
• Amazon Echo Dot: এই হ্যান্ডস-ফ্রি স্মার্ট স্পিকারটি উপহার দিতে পারেন বোনকে ৷ আর্টিফিসিয়াল ইনটালিজেন্স আলেক্সার সঙ্গে যুক্ত করা যায় এটি ৷ গান বাজানো থেকে শুরু করে, ফোন করা, আবহাওয়ার হাল হকিকত জেনে নেওয়া, অ্যালার্ম দেওয়া, স্মার্ট হোম ডিভাইস কন্ট্রোল করা যাবে এই Amazon Echo Dot-এর মাধ্যমে ৷ এ দাম ৪০৯৯ টাকা ৷
advertisement
3/8
• Parrot Pot: গাছপালা ভালবাসলে সেই বোনের জন্য আদর্শ উপহার হবে এই Parrot Pot ৷ গাছটি স্বয়ংক্রিয়ভাবেই নিজের পরিচর্চা করে এবং বেঁচে থাকে ৷ বাড়ির বাইরে কোথাও বেড়াতে গেলে গাছে জন দেওয়া বা অন্য কোনও রক্ষণাবেক্ষণ নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই ৷ সবটাই নিজে নিজে করবে এই গাছ ৷ এর দাম ৫৬০০ টাকা ৷
• Parrot Pot: গাছপালা ভালবাসলে সেই বোনের জন্য আদর্শ উপহার হবে এই Parrot Pot ৷ গাছটি স্বয়ংক্রিয়ভাবেই নিজের পরিচর্চা করে এবং বেঁচে থাকে ৷ বাড়ির বাইরে কোথাও বেড়াতে গেলে গাছে জন দেওয়া বা অন্য কোনও রক্ষণাবেক্ষণ নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই ৷ সবটাই নিজে নিজে করবে এই গাছ ৷ এর দাম ৫৬০০ টাকা ৷
advertisement
4/8
• Apple iPhone X: বোন যদি ফোন ভালবাসে আর আপনার পকেট যদি সায় দেয়, তাহলে Apple iPhone X-এর থেকে ভাল আর কী উপহার রয়েছে ? Apple iPhone X-এ রয়েছে ৫.৮ AMOLED প্যানেল, ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অটো-ইমেজ স্টেবিলাইজেশন, ফেসিয়াল আইডি রয়েছে ৷ এর দাম ৮৬, ৬০০ টাকা ৷
• Apple iPhone X: বোন যদি ফোন ভালবাসে আর আপনার পকেট যদি সায় দেয়, তাহলে Apple iPhone X-এর থেকে ভাল আর কী উপহার রয়েছে ? Apple iPhone X-এ রয়েছে ৫.৮ AMOLED প্যানেল, ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অটো-ইমেজ স্টেবিলাইজেশন, ফেসিয়াল আইডি রয়েছে ৷ এর দাম ৮৬, ৬০০ টাকা ৷
advertisement
5/8
• Sennheiser Wireless Headphones: বোনকে দিতে পারেন Sennheiser- ওয়্যারলেস অর ডেফফোনও ৷ তবে ডিটাচেবল ওয়্যারও রয়েছে এই হেডফোনে ৷ ব্যাটারি শেষ হয়ে গেলে যাতে অসুবিধা না হয় ৷ এর দাম ৭৪৯০ টাকা ৷
• Sennheiser Wireless Headphones: বোনকে দিতে পারেন Sennheiser- ওয়্যারলেস অর ডেফফোনও ৷ তবে ডিটাচেবল ওয়্যারও রয়েছে এই হেডফোনে ৷ ব্যাটারি শেষ হয়ে গেলে যাতে অসুবিধা না হয় ৷ এর দাম ৭৪৯০ টাকা ৷
advertisement
6/8
• Samsung Galaxy S9+: ফোটোগ্রাফার বোনকে এই ফোন গিফ্ট করতেই পারেন ৷ ফোনের কাজও মিটবে, পাশাপাশি শখের ফোটোগ্রাফিও হবে ৷ কারণ এই ফোনে রয়েছে ডুয়াল অ্যাপারচার-যুক্ত ব্যাক ক্যামেরা, 2X টেলিফোটো জুম লেন্স ৷ সঙ্গে রয়েছে ৩,৫০০ এমএএইচ ব্যাটারিও ৷ এর দাম পরবে ৬৪,৯০০টাকা ৷
• Samsung Galaxy S9+: ফোটোগ্রাফার বোনকে এই ফোন গিফ্ট করতেই পারেন ৷ ফোনের কাজও মিটবে, পাশাপাশি শখের ফোটোগ্রাফিও হবে ৷ কারণ এই ফোনে রয়েছে ডুয়াল অ্যাপারচার-যুক্ত ব্যাক ক্যামেরা, 2X টেলিফোটো জুম লেন্স ৷ সঙ্গে রয়েছে ৩,৫০০ এমএএইচ ব্যাটারিও ৷ এর দাম পরবে ৬৪,৯০০টাকা ৷
advertisement
7/8
• GoPro Hero Waterproof Action Camera: ফোটো তোলার নেশা আজকাল প্রায় সকলেরই বোনও যদি ফোটো লভার হন তাহলে তাঁর জন্য আদর্শ উপহার হতে পারে GoPro Hero Waterproof Action Camera ৷ ছোট সাইজের, অল্প ওজনের এই ক্যামেরা বহন করার পক্ষেও উপযুক্ত ৷ ১০ মেগাপিক্সেল লেন্স রয়েছে ওয়াটারপ্রুফ এই ক্যামেরায় ৷ ওয়াইফাই ব্যবহার করে ভিডিও, ছবি ফোনে ট্রান্সফার করা যায় ৷ এই ক্যামেরার দাম পড়বে প্রায় ১৩,৯৩০ টাকা ৷
• GoPro Hero Waterproof Action Camera: ফোটো তোলার নেশা আজকাল প্রায় সকলেরই বোনও যদি ফোটো লভার হন তাহলে তাঁর জন্য আদর্শ উপহার হতে পারে GoPro Hero Waterproof Action Camera ৷ ছোট সাইজের, অল্প ওজনের এই ক্যামেরা বহন করার পক্ষেও উপযুক্ত ৷ ১০ মেগাপিক্সেল লেন্স রয়েছে ওয়াটারপ্রুফ এই ক্যামেরায় ৷ ওয়াইফাই ব্যবহার করে ভিডিও, ছবি ফোনে ট্রান্সফার করা যায় ৷ এই ক্যামেরার দাম পড়বে প্রায় ১৩,৯৩০ টাকা ৷
advertisement
8/8
• BOSE Soundlink Color Bluetooth SpeakerII: বোনকে এই ব্লুটুথ স্পিকারও উপহার দিতে পারেন আপনি ৷ ওয়াটারপ্রুফ এই স্পিকারের সাহায্যে ফোন রিসিভও করতে পারবেন আপনি ৷ দাম প্রায় সাড়ে ১১ হাজার টাকা ৷
• BOSE Soundlink Color Bluetooth SpeakerII: বোনকে এই ব্লুটুথ স্পিকারও উপহার দিতে পারেন আপনি ৷ ওয়াটারপ্রুফ এই স্পিকারের সাহায্যে ফোন রিসিভও করতে পারবেন আপনি ৷ দাম প্রায় সাড়ে ১১ হাজার টাকা ৷
advertisement
advertisement
advertisement