Toxic Relationship: একটুতেই প্রাক্তনের সঙ্গে তুলনা করেন বর্তমান সঙ্গীকে? প্রেম বিষিয়ে উঠবে! বন্ধ করুন এই অভ্যাস

Last Updated:
Comparison between ex & present partners: কখনও নিজের বর্তমানকে প্রাক্তনের সঙ্গে তুলনা করা ঠিক নয়। কারণ তাঁরা দুই আলাদা ব্যক্তি, ফলে তাঁদের ব্যক্তিত্বও আলাদা। আর এই তুলনা টেনে আনার অর্থ হল- নিজের বর্তমান সঙ্গীকে অপমান করা।
1/6
অনেক সময় একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে আর একটা সম্পর্ক শুরু করলেও সেই আগের সম্পর্ক ভুলতে পারা যায় না। নতুন সম্পর্কে হয়তো খুবই ভাল আছেন, কিন্তু অবচেতনে ফ্ল্যাশব্যাকে গিয়ে আগের সম্পর্ক নিয়ে ভাবনা থাকে। একটা স্বাস্থ্যকর সম্পর্কে এটা হওয়া ঠিক নয়।
অনেক সময় একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে আর একটা সম্পর্ক শুরু করলেও সেই আগের সম্পর্ক ভুলতে পারা যায় না। নতুন সম্পর্কে হয়তো খুবই ভাল আছেন, কিন্তু অবচেতনে ফ্ল্যাশব্যাকে গিয়ে আগের সম্পর্ক নিয়ে ভাবনা থাকে। একটা স্বাস্থ্যকর সম্পর্কে এটা হওয়া ঠিক নয়।
advertisement
2/6
কখনও নিজের বর্তমানকে প্রাক্তনের সঙ্গে তুলনা করা ঠিক নয়। কারণ তাঁরা দুই আলাদা ব্যক্তি, ফলে তাঁদের ব্যক্তিত্বও আলাদা। আর এই তুলনা টেনে আনার অর্থ হল- নিজের বর্তমান সঙ্গীকে অপমান করা।
কখনও নিজের বর্তমানকে প্রাক্তনের সঙ্গে তুলনা করা ঠিক নয়। কারণ তাঁরা দুই আলাদা ব্যক্তি, ফলে তাঁদের ব্যক্তিত্বও আলাদা। আর এই তুলনা টেনে আনার অর্থ হল- নিজের বর্তমান সঙ্গীকে অপমান করা।
advertisement
3/6
এর ফলে নতুন সম্পর্কও ভেঙে যেতে পারে। কেউ হয় তো এটা ইচ্ছে করে করে না। অবচেতনে এই তুলনাটা চলে আসে। তাই কারও সঙ্গে বিচ্ছেদ হলে সেই সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে আসা উচিত।
এর ফলে নতুন সম্পর্কও ভেঙে যেতে পারে। কেউ হয় তো এটা ইচ্ছে করে করে না। অবচেতনে এই তুলনাটা চলে আসে। তাই কারও সঙ্গে বিচ্ছেদ হলে সেই সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে আসা উচিত।
advertisement
4/6
নিজের সঙ্গী কেমন হবে, তা নিয়ে বেশির ভাগ মানুষেরই একটা চেকলিস্ট থাকে। এ বার ধরা যাক, কারওর প্রাক্তন হয় তো তাঁর মন জুগিয়ে চলার জন্য তাঁর মতো করেই চলত। ফলে সম্পর্ক ভেঙে গেলেও নতুন সঙ্গীর থেকেও অনেকেই একই রকম ব্যাপার আশা করে থাকেন। অর্থাৎ, প্রাক্তন যেটা করত, বর্তমানকেও সেটাই করতে হবে, এমন কোনও মানে নেই।
নিজের সঙ্গী কেমন হবে, তা নিয়ে বেশির ভাগ মানুষেরই একটা চেকলিস্ট থাকে। এ বার ধরা যাক, কারওর প্রাক্তন হয় তো তাঁর মন জুগিয়ে চলার জন্য তাঁর মতো করেই চলত। ফলে সম্পর্ক ভেঙে গেলেও নতুন সঙ্গীর থেকেও অনেকেই একই রকম ব্যাপার আশা করে থাকেন। অর্থাৎ, প্রাক্তন যেটা করত, বর্তমানকেও সেটাই করতে হবে, এমন কোনও মানে নেই।
advertisement
5/6
একজন নতুন সম্পর্কে খুবই সুখে রয়েছেন। তাঁর অতীতের সম্পর্ক ততটা সুখকর ছিল না। সে ক্ষেত্রে হয় তো তিনি ভাবছেন, যদি পুরনো সঙ্গীর সঙ্গে এখন দেখা হয়ে যেত! আসলে তিনি হয় তো অবচেতনে ভাবছেন, আগের সঙ্গীর থেকে নতুন সঙ্গী কতটা ভাল। সেটাও কিন্তু সম্পর্কের জন্য খুবই খারাপ।
একজন নতুন সম্পর্কে খুবই সুখে রয়েছেন। তাঁর অতীতের সম্পর্ক ততটা সুখকর ছিল না। সে ক্ষেত্রে হয় তো তিনি ভাবছেন, যদি পুরনো সঙ্গীর সঙ্গে এখন দেখা হয়ে যেত! আসলে তিনি হয় তো অবচেতনে ভাবছেন, আগের সঙ্গীর থেকে নতুন সঙ্গী কতটা ভাল। সেটাও কিন্তু সম্পর্কের জন্য খুবই খারাপ।
advertisement
6/6
প্রাক্তন যত ভাল ভাবেই বুঝুন না কেন, নিশ্চয়ই কোনও নির্দিষ্ট কারণে তিনি প্রাক্তন হয়ে গিয়েছেন। তাই এই সব না ভেবে নতুন সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি করতে হবে, আর নতুন কিছু করে জীবনকে উপভোগ করাটাই শ্রেয়! হয় তো মুভ অন করতে একটু সময় লাগবে!
প্রাক্তন যত ভাল ভাবেই বুঝুন না কেন, নিশ্চয়ই কোনও নির্দিষ্ট কারণে তিনি প্রাক্তন হয়ে গিয়েছেন। তাই এই সব না ভেবে নতুন সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি করতে হবে, আর নতুন কিছু করে জীবনকে উপভোগ করাটাই শ্রেয়! হয় তো মুভ অন করতে একটু সময় লাগবে!
advertisement
advertisement
advertisement