Relationship: রোজের জীবনে এই বদল আনুন, দাম্পত্য সম্পর্ক হবে মধুর

Last Updated:
রোজের জীবনে ছোট-ছোট কয়েকটা বদল আনলেই দাম্পত্য সম্পর্কের সব দূরত্ব দূর হবে
1/6
আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে? উত্তরে স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষই বলবেন মা, বোন, মেয়ে, কেউ বলবেন ঠাকুমা
আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে? উত্তরে স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষই বলবেন মা, বোন, মেয়ে, কেউ বলবেন ঠাকুমা
advertisement
2/6
কারণ হিসেবে বলবেন, তারা ছোট থেকে,কোলে-পিঠে করে মানুষ করেছেন। কিন্তু কেন এই তালিকায় নাম থাকে না স্ত্রীর?
কারণ হিসেবে বলবেন, তারা ছোট থেকে,কোলে-পিঠে করে মানুষ করেছেন। কিন্তু কেন এই তালিকায় নাম থাকে না স্ত্রীর?
advertisement
3/6
 এই প্রজন্ম সবদিক থেকে আধুনিক হয়েছে কিন্তু আজও 'বউকে ভালবাসি' বলতে লজ্জা পান অনেকেই...ভেবে বসেন, এই বোধহয় তাকে 'বউ-পাগল'ভাববে সবাই
এই প্রজন্ম সবদিক থেকে আধুনিক হয়েছে কিন্তু আজও 'বউকে ভালবাসি' বলতে লজ্জা পান অনেকেই...ভেবে বসেন, এই বোধহয় তাকে 'বউ-পাগল'ভাববে সবাই
advertisement
4/6
কিন্তু স্বামীর জীবনে স্ত্রীর অবদান কম কিছু নয়। নিজের বাড়ি ছেড়ে একজন মেয়ে স্বামীর বাড়ি আসেন।
কিন্তু স্বামীর জীবনে স্ত্রীর অবদান কম কিছু নয়। নিজের বাড়ি ছেড়ে একজন মেয়ে স্বামীর বাড়ি আসেন।
advertisement
5/6
যে মেয়েটা স্বামী, সন্তান, সংসার নিয়ে পড়ে থাকে অথচ নিজের দিকে খেয়াল রাখতেও সময় পায় না, সে কখনওই কেন স্বামীর জীবনের প্রিয় নারী হতে পারে না?
যে মেয়েটা স্বামী, সন্তান, সংসার নিয়ে পড়ে থাকে অথচ নিজের দিকে খেয়াল রাখতেও সময় পায় না, সে কখনওই কেন স্বামীর জীবনের প্রিয় নারী হতে পারে না?
advertisement
6/6
কিন্তু, নারী সমাজ বলছে অন্য কথা। স্ত্রী-দের খুশি করতে লাগেনা বেশি কিছু। তারা চায় স্বামীর পাশে থেকে তাকে মানসিকভাবে সাপোর্ট করা। তারা যায় শুধুই ভালবাসা। তাই স্ত্রীকে ভালোবাসতে শিখুন এবং অবহেলা অভিযোগ করা থেকে বিরত থাকুন
কিন্তু, নারী সমাজ বলছে অন্য কথা। স্ত্রী-দের খুশি করতে লাগেনা বেশি কিছু। তারা চায় স্বামীর পাশে থেকে তাকে মানসিকভাবে সাপোর্ট করা। তারা যায় শুধুই ভালবাসা। তাই স্ত্রীকে ভালোবাসতে শিখুন এবং অবহেলা অভিযোগ করা থেকে বিরত থাকুন
advertisement
advertisement
advertisement