Relationship Tips: হাত ধরার ধরন বলে দেয় সম্পর্কের গভীরতা! জানুন চমকে দেওয়া সব তথ্য

Last Updated:
Relationship Tips: যুগলের হাত ধরার স্টাইল হিসেবে সম্পর্কের গভীরতা কতটা তা বোঝা যায়, মনে করেন মনোবিদরা।
1/6
আপনার সঙ্গী কীভাবে আপনার হাত ধরছে, সেই ধরন বলে দিতে পারে আপনাদের মাঝে কেমন সম্পর্ক বিদ্যমান। কিছু কিছু মানুষের সামনাসামনি থাকা দেখলেই বোঝা যায় তাদের মাঝে সম্পর্ক কেমন। দু'জনের শারীরিক গতিবিধির দিকে লক্ষ্য করলেও বোঝা যায় অনেক কিছুই।
আপনার সঙ্গী কীভাবে আপনার হাত ধরছে, সেই ধরন বলে দিতে পারে আপনাদের মাঝে কেমন সম্পর্ক বিদ্যমান। কিছু কিছু মানুষের সামনাসামনি থাকা দেখলেই বোঝা যায় তাদের মাঝে সম্পর্ক কেমন। দু'জনের শারীরিক গতিবিধির দিকে লক্ষ্য করলেও বোঝা যায় অনেক কিছুই।
advertisement
2/6
যুগলের হাত ধরার স্টাইল হিসেবে সম্পর্কের গভীরতা কতটা তা বোঝা যায়, মনে করেন মনোবিদরা। প্রত্যেক জুটি সাধারণত হাতে হাত ঢুকিয়ে চেপে ধরে থাকেন। দু'জন যদি দীর্ঘকাল ধরে এভাবে হাত ধরার অভ্যাস গড়ে রাখেন, তাহলে বলা যায় আপনাদের সম্পর্কে দু'জনের সমান সমান অংশীদারী রয়েছে।
যুগলের হাত ধরার স্টাইল হিসেবে সম্পর্কের গভীরতা কতটা তা বোঝা যায়, মনে করেন মনোবিদরা। প্রত্যেক জুটি সাধারণত হাতে হাত ঢুকিয়ে চেপে ধরে থাকেন। দু'জন যদি দীর্ঘকাল ধরে এভাবে হাত ধরার অভ্যাস গড়ে রাখেন, তাহলে বলা যায় আপনাদের সম্পর্কে দু'জনের সমান সমান অংশীদারী রয়েছে।
advertisement
3/6
আপনার সঙ্গী যদি খুব শক্ত করে আঙুলের মাঝে আঙুল রেখে আপনাকে ধরে রাখে, তাহলে বোঝায় যে আপনাদের সম্পর্ক অনেক গভীর। আপনারা সম্পর্কের শুরুর ধাপে নেই তখন, আপনারা আসলে নিজেদের সম্পর্ক নিয়ে অনেক বেশি সচেতন ও গম্ভীর। আপনারা একে-অপরের মাঝে অনেকটা হারিয়ে গিয়েছেন, এটি তারও দৃষ্টান্ত।
আপনার সঙ্গী যদি খুব শক্ত করে আঙুলের মাঝে আঙুল রেখে আপনাকে ধরে রাখে, তাহলে বোঝায় যে আপনাদের সম্পর্ক অনেক গভীর। আপনারা সম্পর্কের শুরুর ধাপে নেই তখন, আপনারা আসলে নিজেদের সম্পর্ক নিয়ে অনেক বেশি সচেতন ও গম্ভীর। আপনারা একে-অপরের মাঝে অনেকটা হারিয়ে গিয়েছেন, এটি তারও দৃষ্টান্ত।
advertisement
4/6
হাতের ছোট আঙুল ধরে রাখার অভ্যাস অনেক কাপলের। এই অভ্যাস অনেকে মোটেই পছন্দ করে না। তবে এটা খুব আন্তরিক একটি বিষয়। এভাবে হাত ধরার ফলাফল হিসেবে বলা যায়, সঙ্গীর সঙ্গে আপনার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক এবং শারীরিক সম্পর্কও বিদ্যমান।
হাতের ছোট আঙুল ধরে রাখার অভ্যাস অনেক কাপলের। এই অভ্যাস অনেকে মোটেই পছন্দ করে না। তবে এটা খুব আন্তরিক একটি বিষয়। এভাবে হাত ধরার ফলাফল হিসেবে বলা যায়, সঙ্গীর সঙ্গে আপনার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক এবং শারীরিক সম্পর্কও বিদ্যমান।
advertisement
5/6
আপনার হাতের রগের উপর দিয়ে হাত ঘুরিয়ে এনে সে যদি হাত ধরে, তাহলে বুঝে নিন সে সারাজীবন মুগ্ধ হয়ে শুধু আপনার কথা শোনার জন্য প্রস্তুত। আর সে খুব দ্রুত আপনাকে কাছে পেতে আগ্রহী।
আপনার হাতের রগের উপর দিয়ে হাত ঘুরিয়ে এনে সে যদি হাত ধরে, তাহলে বুঝে নিন সে সারাজীবন মুগ্ধ হয়ে শুধু আপনার কথা শোনার জন্য প্রস্তুত। আর সে খুব দ্রুত আপনাকে কাছে পেতে আগ্রহী।
advertisement
6/6
ঘাড়ের উপর দিয়ে এনে আপনার হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে সে যদি হাত রাখতে পছন্দ করে, তাহলে বুঝে নিন সে আপনার প্রতি অনেক বেশি প্রতিরক্ষামূলক। আর সকলের সামনে যারা এভাবে হাঁটতে পারে, তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে গর্ব করে বলে ধারণা করা হয়।
ঘাড়ের উপর দিয়ে এনে আপনার হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে সে যদি হাত রাখতে পছন্দ করে, তাহলে বুঝে নিন সে আপনার প্রতি অনেক বেশি প্রতিরক্ষামূলক। আর সকলের সামনে যারা এভাবে হাঁটতে পারে, তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে গর্ব করে বলে ধারণা করা হয়।
advertisement
advertisement
advertisement