Relationship Tips: ভুল মানুষের প্রেমে নিজেকে কষ্ট দিচ্ছেন? কতটা বোকামি করছেন বুঝবেন তাঁর ৫ আচরণেই
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Relationship Tips: ভালবাসায় হিসেবনিকেশ থাকে না। কিন্তু অনেক সময় না বুঝেই অনেকে এমন সম্পর্কে জড়ান, যা তাঁদের ধীরে ধীরে মানসিক ভাবে বিধ্বস্ত করে দেয়। কী ভাবে বুঝবেন যে আপনি ভুল মানুষের প্রেমের পড়েছেন? জেনে নেওয়া যাক।
advertisement
advertisement
একটি সুস্থ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার উপর বিকশিত হয়। কিন্তু আপনার সঙ্গী যদি ক্রমাগত আপনার সমালোচনা করেন, আপনার কৃতিত্বকে ছোট করে দেখানোর চেষ্টা করেন বা আপনাকে কোনও ভাবে ছোট প্রতিপন্ন করার চেষ্টা করেন, তা হলে বুঝে নিতে হবে সম্পর্কে মানসিক শান্তির থেকে নেতিবাচকতার পাল্লা ভারী। সঙ্গীর এই ধরনের আচরণ আত্মসম্মান বোধে আঘাত করে। নিজেকে নিয়ে সন্দেহ এবং নেতিবাচকতা তৈরি করে। যা আপনার উন্নতির পথেও বাধা হয়ে দাঁড়াতে পারে।
advertisement
যে কোনও সম্পর্কেই কিছু কিছু ক্ষেত্রে আপোস করতে হয়। কিন্তু সঙ্গীর আকাঙ্ক্ষা যদি পথে , তবে বুঝে নিতে হবে সেই সম্পক ভবিষ্যতে না-ও টিকতে পারে। সম্পর্কে মতবিরোধ অনিবার্য। কিন্তু দু'জনের মূল্যবোধ সম্পূর্ণ আলাদ হওয়ার কারণে যদি বারবার বিতণ্ডা হয়, তা হলে পরবর্তীতে তা আরও বড় ঝগড়ায় পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। যার ফলে একে অপরের প্রতি তিক্ততা তৈরি হয়।
advertisement
advertisement