যে লক্ষণগুলি বলে দেয়, মহিলা আসলে বিছানায় যেতে চান...

Last Updated:
1/7
একটি সম্পর্ক কখন যৌনতার দিকে এগোবে, বোঝা একটু মুশকিল৷ অনেকে বলেন, আকস্মিক ভাবেই হয়ে গিয়েছে৷ যাঁরা কোনও সম্পর্কে জড়িয়েছেন, বা প্রেমে পূর্বরাগ চলছে, সেই পুরুষরা যদি ভাবেন, ইচ্ছে হলেই সঙ্গিনী যৌনতায় হ্যাঁ বলে দেবে, তা হলে একটু ভুল করছেন৷ আসলে মহিলাদের কিছু ইঙ্গিত থাকে যৌনতার ব্যাপারে, বুঝতে হয়৷
একটি সম্পর্ক কখন যৌনতার দিকে এগোবে, বোঝা একটু মুশকিল৷ অনেকে বলেন, আকস্মিক ভাবেই হয়ে গিয়েছে৷ যাঁরা কোনও সম্পর্কে জড়িয়েছেন, বা প্রেমে পূর্বরাগ চলছে, সেই পুরুষরা যদি ভাবেন, ইচ্ছে হলেই সঙ্গিনী যৌনতায় হ্যাঁ বলে দেবে, তা হলে একটু ভুল করছেন৷ আসলে মহিলাদের কিছু ইঙ্গিত থাকে যৌনতার ব্যাপারে, বুঝতে হয়৷
2/7
মনোবিদরা বলছেন, বেশির ভাগ মহিলাই সরাসরি যৌনতা লিপ্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেন না৷ কিন্ত‌ু কিছু লক্ষণে বুঝিয়ে দেন৷ মনোবিজ্ঞানীরা কয়েকটি লক্ষণে হদিশ দিচ্ছেন, যার দ্বারা অনায়াসেই বোঝা যায় সঙ্গিনী বিছানায় যেতে চাইছেন৷
মনোবিদরা বলছেন, বেশির ভাগ মহিলাই সরাসরি যৌনতা লিপ্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেন না৷ কিন্ত‌ু কিছু লক্ষণে বুঝিয়ে দেন৷ মনোবিজ্ঞানীরা কয়েকটি লক্ষণে হদিশ দিচ্ছেন, যার দ্বারা অনায়াসেই বোঝা যায় সঙ্গিনী বিছানায় যেতে চাইছেন৷
3/7
খেয়াল করেছেন, আপনার সঙ্গিনী মাঝেমাঝেই উদাস হয়ে আপনার দিকে চেয়ে আছেন৷ কিংবা অকারণে যৌন উত্তেজনামূলক কথা বলছেন? তা হলে দেরি না-করে এগিয়ে যান৷ এই লক্ষণ কিন্ত‌ু সেক্সেরই৷
খেয়াল করেছেন, আপনার সঙ্গিনী মাঝেমাঝেই উদাস হয়ে আপনার দিকে চেয়ে আছেন৷ কিংবা অকারণে যৌন উত্তেজনামূলক কথা বলছেন? তা হলে দেরি না-করে এগিয়ে যান৷ এই লক্ষণ কিন্ত‌ু সেক্সেরই৷
4/7
গোপন জায়গায় নানা অছিলায় হাত দেওয়ার প্রবণতা৷ না, সরাসরি আপনার যৌনাঙ্গে হাত দেবে, এরকম নয়৷ কোনও মহিলাই এ রকম করবে না৷ এক্ষেত্রে বারবার গায়ে হাত দিয়ে কথা বলা৷ যেমন, থাই, কানের পিছনে, বুক ইত্যাদি৷ লেগ গেম-ও খেলতে পারে৷
গোপন জায়গায় নানা অছিলায় হাত দেওয়ার প্রবণতা৷ না, সরাসরি আপনার যৌনাঙ্গে হাত দেবে, এরকম নয়৷ কোনও মহিলাই এ রকম করবে না৷ এক্ষেত্রে বারবার গায়ে হাত দিয়ে কথা বলা৷ যেমন, থাই, কানের পিছনে, বুক ইত্যাদি৷ লেগ গেম-ও খেলতে পারে৷
5/7
বিছানায় যাওয়ার আগে কাছে আসার একটা প্রবণতা থাকে মহিলাদের মধ্যে৷ আপনার অনেকটা কাছে বসে গল্প করবেন ওই মহিলা৷ এমনকী বেশি রাতে কথা বলতে চাইছেন, এমনটা হলেও বুঝতে হবে তিনি চাইছেন আপনার সঙ্গে শরীরী মিলন৷
বিছানায় যাওয়ার আগে কাছে আসার একটা প্রবণতা থাকে মহিলাদের মধ্যে৷ আপনার অনেকটা কাছে বসে গল্প করবেন ওই মহিলা৷ এমনকী বেশি রাতে কথা বলতে চাইছেন, এমনটা হলেও বুঝতে হবে তিনি চাইছেন আপনার সঙ্গে শরীরী মিলন৷
6/7
বারবার আপনার শরীরী খাঁজের প্রশংসা করছে? তা হলে কিন্ত‌ু লক্ষণ স্পষ্ট৷ অতএব বাকি এগোনটা আপনার উপর৷ তবে তাড়াহুড়ো একেবারেই নয়৷
বারবার আপনার শরীরী খাঁজের প্রশংসা করছে? তা হলে কিন্ত‌ু লক্ষণ স্পষ্ট৷ অতএব বাকি এগোনটা আপনার উপর৷ তবে তাড়াহুড়ো একেবারেই নয়৷
7/7
আপনার সঙ্গে যখন গল্প করছে, নানা অছিলায় আপনার যৌনতার অতীত শুনতে চাইছে৷ অর্থাত্‍, যৌনতার বিষয়ে আপনি কতটা আগ্রহী, জেনে নেওয়ার চেষ্টা৷ লক্ষণটি কিন্ত‌ু বিছানারাই৷
আপনার সঙ্গে যখন গল্প করছে, নানা অছিলায় আপনার যৌনতার অতীত শুনতে চাইছে৷ অর্থাত্‍, যৌনতার বিষয়ে আপনি কতটা আগ্রহী, জেনে নেওয়ার চেষ্টা৷ লক্ষণটি কিন্ত‌ু বিছানারাই৷