একটি সম্পর্ক কখন যৌনতার দিকে এগোবে, বোঝা একটু মুশকিল৷ অনেকে বলেন, আকস্মিক ভাবেই হয়ে গিয়েছে৷ যাঁরা কোনও সম্পর্কে জড়িয়েছেন, বা প্রেমে পূর্বরাগ চলছে, সেই পুরুষরা যদি ভাবেন, ইচ্ছে হলেই সঙ্গিনী যৌনতায় হ্যাঁ বলে দেবে, তা হলে একটু ভুল করছেন৷ আসলে মহিলাদের কিছু ইঙ্গিত থাকে যৌনতার ব্যাপারে, বুঝতে হয়৷