শুধুই শারীরিক চাহিদাই নয়, জুটিরা লুকিয়ে লুকিয়ে এমন কাজ করেন জানলে পায়ের তলা থেকে সরবে মাটি

Last Updated:
Relationship Secrets: একে অপরের পাশে প্রেমিক যুগলেরা এতটাই সাবলীল হয়ে যান যে, কোনও কাজ করার আগে বা বলার আগে সাত পাঁচ ভাবতে হয় না তাঁদের। মিলিয়ে দেখুন তো আপনারও এমন অভিজ্ঞতা আছে কিনা?
1/9
দাম্পত্যের আগে হোক বা পরে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কে শুরু থেকেই থাকে এক অন্যরকম কেমিস্ট্রি। যদিও পরে তা একটু একটু করে বদলাতে থাকে। একে অপরের প্রতি ভরসার জায়গা তৈরি হয়। একে অপরকে গভীরভাবে বিশ্বাস করতে শুরু করেন তাঁরা।
দাম্পত্যের আগে হোক বা পরে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কে শুরু থেকেই থাকে এক অন্যরকম কেমিস্ট্রি। যদিও পরে তা একটু একটু করে বদলাতে থাকে। একে অপরের প্রতি ভরসার জায়গা তৈরি হয়। একে অপরকে গভীরভাবে বিশ্বাস করতে শুরু করেন তাঁরা।
advertisement
2/9
যুগলের মধ্যে বন্ধুত্ব গভীর হলে তাঁদের নিজেদের মধ্য়ে বোঝাপড়াও তৈরি হয়। একে অপরের কাছে লজ্জা পাওয়ার মতো কোনও ছুঁতমার্গ থাকে না। ভালোবাসা তো থাকেই, তৈরি হয় মজাদার অনেক রসায়ন। যেখানে পারস্পরিক আড়ালগুলোও সরে যেতে থাকে একটু একটু করে।
যুগলের মধ্যে বন্ধুত্ব গভীর হলে তাঁদের নিজেদের মধ্য়ে বোঝাপড়াও তৈরি হয়। একে অপরের কাছে লজ্জা পাওয়ার মতো কোনও ছুঁতমার্গ থাকে না। ভালোবাসা তো থাকেই, তৈরি হয় মজাদার অনেক রসায়ন। যেখানে পারস্পরিক আড়ালগুলোও সরে যেতে থাকে একটু একটু করে।
advertisement
3/9
একে অপরের পাশে প্রেমিক যুগলেরা এতটাই সাবলীল হয়ে যান যে, কোনও কাজ করার আগে বা বলার আগে সাত পাঁচ ভাবতে হয় না তাঁদের। একসঙ্গে বাথরুম ব্যবহার থেকে শুরু করে কিছু অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা, সবই করে থাকেন তাঁরা। মিলিয়ে দেখুন তো আপনারও এমন অভিজ্ঞতা আছে কিনা?
একে অপরের পাশে প্রেমিক যুগলেরা এতটাই সাবলীল হয়ে যান যে, কোনও কাজ করার আগে বা বলার আগে সাত পাঁচ ভাবতে হয় না তাঁদের। একসঙ্গে বাথরুম ব্যবহার থেকে শুরু করে কিছু অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা, সবই করে থাকেন তাঁরা। মিলিয়ে দেখুন তো আপনারও এমন অভিজ্ঞতা আছে কিনা?
advertisement
4/9
বাথরুমের দরজা খুলে রাখা এই আলোচনা দিয়েই শুরু করা যাক। আপনি মিলিয়ে দেখুন যে, এই কাজ আপনিও করেছেন কিনা। দীর্ঘদিন আপনার পার্টনারের সঙ্গে থাকতে থাকতে একটা কম্ফোর্ট জোন তৈরি হয়ে যায়। অত্যন্ত গোপন ও ব্যক্তিগত মুহূর্তও একে অপরের সঙ্গে ভাগ করে নিতে কোনও অসুবিধা হয় না। তাই একে অপরের উপস্থিতিতে বাথরুমের দরজা খুলে ব্যবহার করতেও দুবার ভাবেন না তাঁরা। কারণ, কোনও কোনও ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে সব আড়াল সরিয়ে রাখতেই পছন্দ করেন অপর সঙ্গী।
বাথরুমের দরজা খুলে রাখা এই আলোচনা দিয়েই শুরু করা যাক। আপনি মিলিয়ে দেখুন যে, এই কাজ আপনিও করেছেন কিনা। দীর্ঘদিন আপনার পার্টনারের সঙ্গে থাকতে থাকতে একটা কম্ফোর্ট জোন তৈরি হয়ে যায়। অত্যন্ত গোপন ও ব্যক্তিগত মুহূর্তও একে অপরের সঙ্গে ভাগ করে নিতে কোনও অসুবিধা হয় না। তাই একে অপরের উপস্থিতিতে বাথরুমের দরজা খুলে ব্যবহার করতেও দুবার ভাবেন না তাঁরা। কারণ, কোনও কোনও ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে সব আড়াল সরিয়ে রাখতেই পছন্দ করেন অপর সঙ্গী।
advertisement
5/9
এমনকি প্রাতঃকৃত্য নিয়েও আলোচনা: যখন প্রেমিক ও প্রেমিকা একে অপরের সঙ্গে প্রাতঃকৃত্য নিয়ে সহজেই কথা বলতে পারেন, তখন বুঝতে হবে, তাঁরা সত্যিই একে অপরের সঙ্গে খুবই কম্ফোর্টেবল বোধ করেন। একে অপরের কাছে কোনও লজ্জা নেই। সহজেই সব কথা ভাগ করে নিতে পারেন তাঁরা। কোনও সমস্যায় পড়তে হয় না। কোনওরকম কথায় একে অপরকে বিচার করেন না তাঁরা।
এমনকি প্রাতঃকৃত্য নিয়েও আলোচনা: যখন প্রেমিক ও প্রেমিকা একে অপরের সঙ্গে প্রাতঃকৃত্য নিয়ে সহজেই কথা বলতে পারেন, তখন বুঝতে হবে, তাঁরা সত্যিই একে অপরের সঙ্গে খুবই কম্ফোর্টেবল বোধ করেন। একে অপরের কাছে কোনও লজ্জা নেই। সহজেই সব কথা ভাগ করে নিতে পারেন তাঁরা। কোনও সমস্যায় পড়তে হয় না। কোনওরকম কথায় একে অপরকে বিচার করেন না তাঁরা।
advertisement
6/9
এক চিউইং গাম দুজনে মিলে খাওয়া অবাক লাগলেও হামেশাই এই ধরণের কার্যকলাপ করতে দেখা যায় গভীর ও বিশেষ বন্ধুত্বে। অনেক যুগলই এই কাজটি করে থাকেন। যাঁরা করেন, তাঁরা নিশ্চয়ই মিল পাচ্ছেন! একই থালায় তাঁরা খেয়ে থাকেন। একই খাবার একসঙ্গে খেতে ভালোবাসেন তাঁরা।
এক চিউইং গাম দুজনে মিলে খাওয়া অবাক লাগলেও হামেশাই এই ধরণের কার্যকলাপ করতে দেখা যায় গভীর ও বিশেষ বন্ধুত্বে। অনেক যুগলই এই কাজটি করে থাকেন। যাঁরা করেন, তাঁরা নিশ্চয়ই মিল পাচ্ছেন! একই থালায় তাঁরা খেয়ে থাকেন। একই খাবার একসঙ্গে খেতে ভালোবাসেন তাঁরা।
advertisement
7/9
একটা চকোলেটও ভাগ করে খান। এমনকী একটাই চিউইং গাম দুজনে মিলে খেয়ে থাকেন তাঁরা। একে অপরের সঙ্গে শেয়ার করেন। আপনারও কি এরকম কোনও অভিজ্ঞতা আছে?
একটা চকোলেটও ভাগ করে খান। এমনকী একটাই চিউইং গাম দুজনে মিলে খেয়ে থাকেন তাঁরা। একে অপরের সঙ্গে শেয়ার করেন। আপনারও কি এরকম কোনও অভিজ্ঞতা আছে?
advertisement
8/9
একই তোয়ালে ব্যবহার করা এই কাজটি বোধ হয় সব যুগলই করে থাকেন। এটা খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে যায়। প্রত্যেক প্রেমিক-প্রেমিকা নিজের তোয়ালে একে অপরের সঙ্গে শেয়ার করে নেন। একই তোয়ালে দিয়ে দুজনেই হাত, পা মোছেন। আর এটা করতে দুবার ভাবেন না তাঁরা।
একই তোয়ালে ব্যবহার করা এই কাজটি বোধ হয় সব যুগলই করে থাকেন। এটা খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে যায়। প্রত্যেক প্রেমিক-প্রেমিকা নিজের তোয়ালে একে অপরের সঙ্গে শেয়ার করে নেন। একই তোয়ালে দিয়ে দুজনেই হাত, পা মোছেন। আর এটা করতে দুবার ভাবেন না তাঁরা।
advertisement
9/9
সম্পর্কের প্রথম দিকে হয়তো একটু দ্বন্দ্ব মনের মধ্য়ে চলতেই থাকে। কিন্তু সম্পর্কে একবার কম্ফোর্টেবল হয়ে গেলে আর এই ভাবনা কিন্তু মনে থাকে না। তখন বন্ধুত্ব, ভরসা ও বিশ্বাসই দুজন মানুষকে বেঁধে রাখে।
সম্পর্কের প্রথম দিকে হয়তো একটু দ্বন্দ্ব মনের মধ্য়ে চলতেই থাকে। কিন্তু সম্পর্কে একবার কম্ফোর্টেবল হয়ে গেলে আর এই ভাবনা কিন্তু মনে থাকে না। তখন বন্ধুত্ব, ভরসা ও বিশ্বাসই দুজন মানুষকে বেঁধে রাখে।
advertisement
advertisement
advertisement