Relationship Secrets: ভালোবাসা বাড়বে দশগুণ! সপ্তাহে অন্তত একবার সঙ্গীর সঙ্গে করুন 'এই' কাজটি! সফল প্রেমের রহস্য ফাঁস গবেষণায়!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
কী এমন বিশেষ গুণ যা প্রেমকে ফুরফুরে রাখে। ভালোবাসার সম্পর্ক সর্বদা উজ্জীবিত রাখতে কোন মহৌষধ সবথেকে জরুরি বলুন তো?
প্রেম সম্পর্কের সঙ্গেই জড়িয়ে থাকে বিরহ আবার প্রেমেই প্রতিটি বাঁকে আসে সেই চিরাচরিত রাগ-অনুরাগ, মান-অভিমান পর্ব। ভালোবাসায় মান-অভিমান, হালকা খুঁনসুটি, চোখে জল ইত্যাদি পর্ব থাকবে না এমনটা বোধহয় ভাবাই যায় না। কিন্তু কী এমন বিশেষ গুণ যা প্রেমকে ফুরফুরে রাখে। ভালোবাসার সম্পর্ক সর্বদা উজ্জীবিত রাখতে কোন মহৌষধ সবথেকে জরুরি বলুন তো?
advertisement
advertisement
advertisement
advertisement
‘গার্ডিয়ান’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এ ব্যাপারে সম্পর্ক বিশেষজ্ঞ জোসেফ গ্রেনিকে উদ্ধৃত করা হয়েছে। গ্রেনি হলেন সম্পর্ক সংক্রান্ত ‘ক্রুশিয়াল কনভারসেশন’-এর সহ-রচয়িতা। তার মতে, দম্পতিদের সবচেয়ে বড় ভুল হল এড়িয়ে যাওয়া। আমরা ভাবি কিন্তু মুখে বলি না, অন্তত যতক্ষণ না পুরো ব্যাপারটা অসহ্য হয়ে ওঠে, ততক্ষণ পর্যন্ত না। ছবি : প্রতীকী ছবি
advertisement
advertisement
advertisement
advertisement