Reading Habit: বই পড়তে মন চায় না? মেনে চলুন এই সহজ টিপস,কয়েকদিনেই আপনি 'বই পোকা'
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
ধুমাত্র বই পড়ার ইচ্ছে প্রকাশ করলে তো হয় না। একজন পাঠকের ক্ষেত্র বা আগ্রহ যাই হোক না কেন, তার একটি অভ্যাস করা খুব গুরুত্বপূর্ণ। বই পড়া অভ্যাসে পরিণত করার কিছু উপায় আছে
নিজের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করার পাশাপাশি মন ভাল রাখার একটি ভাল অভ্যাস হল বই পড়া। একদিকে এটি যেমন ভাল অভ্যাস তেমনি এর অনেক উপকারিতাও আছে। নিয়মিত বই পড়া মানুষের চিন্তার গভীরতা বাড়ায় এবং বিস্তৃত করে কল্পনার জগৎ।
advertisement
তবে শুধুমাত্র বই পড়ার ইচ্ছে প্রকাশ করলে তো হয় না। একজন পাঠকের ক্ষেত্র বা আগ্রহ যাই হোক না কেন, তার একটি অভ্যাস করা খুব গুরুত্বপূর্ণ। বই পড়া অভ্যাসে পরিণত করার কিছু উপায় আছে।
advertisement
শিক্ষক মিলন কান্তি ঘোষ জানান, বই পাড়ার অভ্যাস করতে গেলে প্রথমে দরকার ইচ্ছে ও নির্দিষ্ট একটি লক্ষ্য ঠিক করা। এরপর বই পড়াকে মজাদার এবং উপভোগ্য করে তুলতে হবে। আর এগুলো করতে পারলেই সময় মত রুটিন তৈরি করা দরকার।
advertisement
কারও কারও ক্ষেত্রে মাসে ২টি করে বছরে ২৪টি বই পড়ার লক্ষ্য হতে পারে। আবার কারো লক্ষ্য হতে পারে ১২টি। তবে, সংখ্যা যাই হোক না কেন, একবার পড়ার লক্ষ্য স্থির হলে তারপর সেটিকে আরও ছোট লক্ষ্যে ভাগ করতে হবে।
advertisement
আপনি যে বই পড়তে চান তার নাম তালিকায় লিখুন। প্রতি মাসে বা এক বছরে কী কী বই পড়তে চান,তা লিখে রাখুন। প্রতিটি বই শেষে নোট লিখে রাখুন। ছোট ছোট নোটগুলো আপনার মোটিভেশনে কাজ করবে।
advertisement