Raw Turmeric (Kancha Halud) to control Arthritis:পগারপার গাঁটের ব্যথা থেকে হৃদরোগ! বাড়বেই না ওজন! দিনের ‘এক বিশেষ’ সময়ে মুখে ফেলুন কয়েক টুকরো কাঁচা হলুদ

Last Updated:
Raw Turmeric (Kancha Halud Benefits): দিনের এক নির্দিষ্ট সময়ে মুখে রাখুন কয়েক টুকরো কাঁচা হলুদ। ভাবতেও পারবেন না কী কী উপকারিতা পাবেন।
1/10
অঢেল উপকারিতার জন্য হলুদকে বলা হয় সোনালি মশলা। আয়ুর্বেদিক এবং ওষধি গুণের জন্য ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে দীর্ঘ দিন ধরে হলুদের কদর আছে।
অঢেল উপকারিতার জন্য হলুদকে বলা হয় সোনালি মশলা। আয়ুর্বেদিক এবং ওষধি গুণের জন্য ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে দীর্ঘ দিন ধরে হলুদের কদর আছে।
advertisement
2/10
দিনের এক নির্দিষ্ট সময়ে মুখে রাখুন কয়েক টুকরো কাঁচা হলুদ। ভাবতেও পারবেন না কী কী উপকারিতা পাবেন। বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা।
দিনের এক নির্দিষ্ট সময়ে মুখে রাখুন কয়েক টুকরো কাঁচা হলুদ। ভাবতেও পারবেন না কী কী উপকারিতা পাবেন। বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা।
advertisement
3/10
হলুদের কারকিউমিন অত্যন্ত উপকারী। এই যৌগের গুণে প্রশমিত হয় ইনফ্লেম্যাশন। নিয়ন্ত্রিত হয় আর্থ্রাইটিসের মতো ক্রনিক সমস্যা।
হলুদের কারকিউমিন অত্যন্ত উপকারী। এই যৌগের গুণে প্রশমিত হয় ইনফ্লেম্যাশন। নিয়ন্ত্রিত হয় আর্থ্রাইটিসের মতো ক্রনিক সমস্যা।
advertisement
4/10
কাঁচা হলুদ খেলে গড়ে ওঠে রোগ প্রতিরোধ শক্তি। ফলে শীতে সর্দিকাশির আক্রমণ কমে। চট করে ঠান্ডা লাগে না।
কাঁচা হলুদ খেলে গড়ে ওঠে রোগ প্রতিরোধ শক্তি। ফলে শীতে সর্দিকাশির আক্রমণ কমে। চট করে ঠান্ডা লাগে না।
advertisement
5/10
পেট ফাঁপা, গ্যাস, অম্বল-সহ বদহজমের সব সমস্যা দূর করে হলুদের গুণ।
পেট ফাঁপা, গ্যাস, অম্বল-সহ বদহজমের সব সমস্যা দূর করে হলুদের গুণ।
advertisement
6/10
হলুদের অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টিইনফ্লেম্যাটরি গুণ ত্বকের জেল্লা বজায় রাখে।
হলুদের অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টিইনফ্লেম্যাটরি গুণ ত্বকের জেল্লা বজায় রাখে।
advertisement
7/10
শরীরকে ডিটক্সিফাই করে হলুদ। ফলে সুস্থ থাকে লিভার।
শরীরকে ডিটক্সিফাই করে হলুদ। ফলে সুস্থ থাকে লিভার।
advertisement
8/10
মেটাবলিক রেট বাড়িয়ে তোলে হলুদের গুণ। ফলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে না।
মেটাবলিক রেট বাড়িয়ে তোলে হলুদের গুণ। ফলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে না।
advertisement
9/10
আর্থ্রাইটিস বা গাঁটের ব্যথা এবং হৃদরোগের আশঙ্কাও দূর হয় হলুদের উপকারিতায়।
আর্থ্রাইটিস বা গাঁটের ব্যথা এবং হৃদরোগের আশঙ্কাও দূর হয় হলুদের উপকারিতায়।
advertisement
10/10
তবে এই সব উপকারিতা পেতে হলুদ খেতে হবে দিনের শুরুতে। সকালে খালি পেটে কয়েক টুকরো কাঁচা হলুদ খেলে হাতের মুঠোয় থাকবে অঢেল শারীরিক সুস্থতা।
তবে এই সব উপকারিতা পেতে হলুদ খেতে হবে দিনের শুরুতে। সকালে খালি পেটে কয়েক টুকরো কাঁচা হলুদ খেলে হাতের মুঠোয় থাকবে অঢেল শারীরিক সুস্থতা।
advertisement
advertisement
advertisement