Rats Repellent: ঘরের কোণে মরে পড়ে থেকে দুর্গন্ধ ছড়াবে না, পালিয়ে যাবে বাড়ি থেকে ! ইঁদুর তাড়াতে এই ফর্মুলা একবার কাজে লাগিয়ে দেখুন
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
ইঁদুর তাড়ানোর একটি চমৎকার, নিরাপদ ঘরোয়া উপায় আছে। ইউটিউবার অবিকা রাওয়াত একটি ভিডিওতে তা ব্যাখ্যা করেছেন।
ঘরের আশপাশে ইঁদুর ঘোরাফেরা করলে বিরক্ত হওয়া এবং ভয় পাওয়া স্বাভাবিক। এরা খাবার নষ্ট করে, বৈদ্যুতিক তার কেটে দেয় এবং অনেক রোগ ছড়ায়। এই কারণেই অনেকে ইঁদুর তাড়াতে রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন। তবে, তাতে ইঁদুর মরে গিয়ে ঘরে দুর্গন্ধ সৃষ্টি হয়। তাছাড়া, বাচ্চা এবং পোষা প্রাণী আছে এমন বাড়িতে এ সব ব্যবহার করাও বিপজ্জনক। হত্যা না করেই ঘর থেকে স্থায়ীভাবে ইঁদুর তাড়ানোর একটি চমৎকার, নিরাপদ ঘরোয়া উপায় আছে। (Representative Image- AI Photo)
advertisement
ইউটিউবার অবিকা রাওয়াত একটি ভিডিওতে তা ব্যাখ্যা করেছেন। বাড়িতে সহজেই পাওয়া যায় এমন কয়েকটা জিনিস লাগবে- একটি পুরনো বাটি, গমের আটা, গোলমরিচের গুঁড়ো, একটা শ্যাম্পুর প্যাকেট, কর্পূর, এক টুকরো কাপড় এবং জল। একটি পুরনো বাটিতে দেড় চামচ গমের আটা এবং এক চামচ গোলমরিচের গুঁড়ো দিতে হবে। (Representative Image- AI Photo)
advertisement
গোলমরিচের গুঁড়ো খুব ঝাল হওয়া উচিত। চাইলে লাল লঙ্কাগুঁড়োও ব্যবহার করা যেতে পারে। এই ময়দা এবং গোলমরিচ বা লঙ্কাগুঁড়োর মিশ্রণে সামান্য জল যোগ করে ধোসার ব্যাটারের মতো ফেটিয়ে নিতে হবে। এতে একটি ছোট শ্যাম্পুর প্যাকেট ভাল ভাবে মিশিয়ে দিতে হবে। সবশেষে, কর্পূর গুঁড়ো করে ভাল ভাবে মিশিয়ে নিতে হবে। (Representative Image)
advertisement
এই মিশ্রণটি একটি পুরনো রুমাল বা ব্রাশ দিয়ে যে কোনও কাপড়ের টুকরোতে লাগাতে হবে। কাপড়টি ছোট ছোট টুকরো করে কেটে ঘরে যেখানে ইঁদুর সবচেয়ে বেশি ঘোরাফেরা করে সেখানে রাখতে হবে। এগুলো রান্নাঘর, শোওয়ার ঘর, স্টোর রুম, দেয়ালের কোণে, আলমারির কোণ, যেখানে যেখানে ইঁদুর সবচেয়ে বেশি যাওয়া-আসা করে, সেখানে রাখা উচিত।
(Representative Image)
(Representative Image)
advertisement
গোলমরিচের গুঁড়ো, শ্যাম্পু এবং কর্পূরের তীব্র গন্ধ একসঙ্গে মিলে ইঁদুরের জন্য সমস্যা তৈরি করে। এর ফলে তারা দ্রুত পালিয়ে যায়। এতে ইঁদুর মারা যায় না। কয়েকদিন পর পর এই কাপড়ের টুকরোগুলো এই মিশ্রণ মাখিয়ে ওই জায়গাগুলোয় রোখে দেওয়া উচিত। ইঁদুর আর ঘরে ফিরে আসবে না। তবে, ইঁদুরের সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে শুধু এই টিপস অনুসরণ করাই যথেষ্ট নয়। (Representative Image)
advertisement
ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে খাবার খোলা রাখা চলবে না। ইঁদুর আকর্ষণ করে এমন আবর্জনা ঘরের কোণে জমে থাকা চলবে না। রাতে ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার করা এবং বাসন ধোয়া বাধ্যতামূলক। এছাড়াও, যদি বাথরুম বা কোনও ঘরের ড্রেনেজ পাইপ থেকে আসে, তাহলে ইঁদুর যাতে সেখানে প্রবেশ করতে না পারে সেজন্য রাতে ঘুমোনোর আগে গর্তের মুখটা একটা ভারি কিছু (শিল বা ইট) দিয়ে ঢেকে রাখতে হবে। (Representative Image)
advertisement