রাখি পরে থাকার আসল সময়সীমা কতক্ষণ, এই রাখিবন্ধনে জেনে নিন খুঁটিনাটি

Last Updated:
Raksha Bandhan: এ দিন বোনেরা ভাই বা দাদায়ের হাতে রাখি পরিয়ে তাঁদের দীর্ঘ নীরোগ জীবনের কামনা করেন। ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় করতে এই উত্‍সব পালিত হয়।
1/6
ভাইবোনের ভালবাসার বন্ধন উদযাপন করা সুন্দরতম উৎসব রাখিবন্ধন। বাজারে ইতিমধ্যেই নানা রঙের, নানা ধরনের রাখির ছড়াছড়ি! প্রতি বছর অনেকেই অভিনব এবং রঙিন রাখি কেনেন৷ তবে রাখি কতক্ষণ হাতে রাখতে হবে তা নিয়ে কিন্তু নানা মত রয়েছে৷
ভাইবোনের ভালবাসার বন্ধন উদযাপন করা সুন্দরতম উৎসব রাখিবন্ধন। বাজারে ইতিমধ্যেই নানা রঙের, নানা ধরনের রাখির ছড়াছড়ি! প্রতি বছর অনেকেই অভিনব এবং রঙিন রাখি কেনেন৷ তবে রাখি কতক্ষণ হাতে রাখতে হবে তা নিয়ে কিন্তু নানা মত রয়েছে৷
advertisement
2/6
যদিও রাখি হিন্দু সংস্কৃতিতে একটি ব্যাপকভাবে উদযাপিত উৎসব, তবে অনেকেই  জানেন না যে রাখি কখন খুলে নেওয়া উচিত। হিন্দু শাস্ত্র অনুসারে, এর তেমন কোনও নির্দিষ্ট সময় নেই৷ অনেকসময় পুরোটাই ভাইয়ের বিবেচনার উপর নির্ভর করে। আবার মহারাষ্ট্রীয় সংস্কৃতিতে বলা হয় যে ভাইকে রাখিপূর্ণিমার দিন থেকে ১৫ দিন ধরে রাখি পরতে হবে।
যদিও রাখি হিন্দু সংস্কৃতিতে একটি ব্যাপকভাবে উদযাপিত উৎসব, তবে অনেকেই জানেন না যে রাখি কখন খুলে নেওয়া উচিত। হিন্দু শাস্ত্র অনুসারে, এর তেমন কোনও নির্দিষ্ট সময় নেই৷ অনেকসময় পুরোটাই ভাইয়ের বিবেচনার উপর নির্ভর করে। আবার মহারাষ্ট্রীয় সংস্কৃতিতে বলা হয় যে ভাইকে রাখিপূর্ণিমার দিন থেকে ১৫ দিন ধরে রাখি পরতে হবে।
advertisement
3/6
শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে রাখিবন্ধন পালন করা হয়। এই বছর, দিনটি ১১ আগস্ট বৃহস্পতিবার পড়েছে।  ভাই এবং বোন উভয়েই খুব ভোরে ঘুম থেকে উঠে, স্নান করে এবং নতুন পোশাক পরে এই দিনটি উদযাপন করেন৷
শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে রাখিবন্ধন পালন করা হয়। এই বছর, দিনটি ১১ আগস্ট বৃহস্পতিবার পড়েছে। ভাই এবং বোন উভয়েই খুব ভোরে ঘুম থেকে উঠে, স্নান করে এবং নতুন পোশাক পরে এই দিনটি উদযাপন করেন৷
advertisement
4/6
ভাইকে রাখি না বাঁধা পর্যন্ত বোন বা দিদিরা উপোস করে থাকেন। এই রীতিই চলে আসছে পরম্পরায়৷
ভাইকে রাখি না বাঁধা পর্যন্ত বোন বা দিদিরা উপোস করে থাকেন। এই রীতিই চলে আসছে পরম্পরায়৷
advertisement
5/6
কয়েক দানা দানা চাল ভাইয়ের ওপর ছড়িয়ে দেওয়া শুভ বলে মনে করা হয়। তবে এই রীতি বাঙালিদের মধ্যে তেমন প্রচলিত নয়। অবাঙালিরা মূলত এই রীতি অনুসরণ করেন।  
কয়েক দানা দানা চাল ভাইয়ের ওপর ছড়িয়ে দেওয়া শুভ বলে মনে করা হয়। তবে এই রীতি বাঙালিদের মধ্যে তেমন প্রচলিত নয়। অবাঙালিরা মূলত এই রীতি অনুসরণ করেন।  
advertisement
6/6
 এ দিন বোনেরা ভাই বা দাদায়ের হাতে রাখি পরিয়ে তাঁদের দীর্ঘ নীরোগ জীবনের কামনা করেন। ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় করতে এই উত্‍সব পালিত হয়।
 এ দিন বোনেরা ভাই বা দাদায়ের হাতে রাখি পরিয়ে তাঁদের দীর্ঘ নীরোগ জীবনের কামনা করেন। ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় করতে এই উত্‍সব পালিত হয়।
advertisement
advertisement
advertisement