Rakhi Bandhan Gift 2024: হাতে পরবেন রাখি, পকেটে থাকবে এই চমকদার জিনিস! এই পূর্ণিমায় ঘর আলো হবে, আনন্দে থাকবেন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
প্রতিবছরই রাখি বন্ধন উপলক্ষে নিত্য নতুন রাখির বাহার থাকেই তবে উপহার কী দেবে তাই নিয়ে অনেক ভাবতে হয়।
রাত পোহালে রাখি পূর্ণিমা। ভাইয়েরা বোনেদের কিংবা দিদিরা ভাইয়েদের কী উপহার দেবে তা নিয়ে মাতামাতি রয়েছেই। রাখিতে প্রতিবছরই ট্রেন্ডিং কিছু থাকে। এবছর বাজারের চল হয়েছে কাস্টমাইজ চকলেট। চকলেটের র্যাপারের মধ্যেই যদি ভাইয়ের ছবি থাকে কিংবা তার মধ্যেই যদি ভাইয়ের নাম লেখা থাকে তার থেকে ভাল আর কী হতে পারে। (অনির্বাণ রায়)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কাস্টমাইজ চকলেট প্রস্তুতকারী অনির্বাণ পাল জানিয়েছে," অনেকেই ভাইকে কিংবা বোনকে নতুন স্পেশাল উপহার দিতে চায়। সেই উদ্দেশ্যেই আমাদের কাছে গ্রাহকরা আসছে এবং আমরা তাদের ভাই বোনের একসঙ্গে কিংবা শুধু ভাইয়ের ছবি দিয়ে চকলেট র্যাপার বানিয়ে দেওয়ার কথাই বলছি গ্রাহকরাও আমাদের এই চিন্তা ভাবনাকে যথেষ্ট পছন্দ করেছে।"
advertisement
এই চকলেট র্যাপারগুলি ছবি লাগিয়ে নানান ডিজাইন করা হচ্ছে। এছাড়াও ভাই এবং বোনেদের নাম লিখেও চকলেট প্রস্তুত করা হচ্ছে। আর এই সমস্ত ডিজাইন তৈরি করছেন অনির্বাণ নিজেই। কেউ চাইলে নিজের মত কবিতা লিখেও দিতে পারেন সেখানে। তিনি আরও জানিয়েছেন," এই ধরনের চকলেট গুলি মানুষ ভীষণ পছন্দ করছে। প্রায় ১০০ উপর কাস্টমাইজ চকলেটের অর্ডার এসেছে। দাম একেবারে সস্তা ১০০ টাকা থেকে ১৫০ টাকা।"